ব্যাংকক: ভিয়েতনামের বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল ভারত। সেখান থেকে তার দুরন্ত গোলেই ম্যাচে সমতা ফেরায় ভারত। অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপে (U17 AFC Asian Cup) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ড্র করেছে ভারতের ছোটরা। ভিয়েতনামের বিরুদ্ধে পিছিয়ে পড়েও গোল শোধ করে এক পয়েন্ট ঘরে তুলেছে ব্লু টাইগার্সরা।
আর সেই জয়ের কৃতিত্ব মালেমনাম্বা থোকচমের (Malemnganba Thokchom)। ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে সামান্য এগিয়ে ভিয়েতনাম। শনিবাকের তাইল্যান্ডের পাথুম থানিতে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে গোল করে ভিয়েতনামকে এগিয়ে দিয়েছিলেন লং ভু। ৪৪ মিনিটের মাথায় গোল হজম করে ভারত। প্রথমার্ধ শেষ হয়েছিল ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ঝাঁঝ বাড়ায় ভারতীয় দল। পাল্টা আক্রমণের ঝড় তোলে ভারতীয় দলের ফুটবলাররা। ম্যাচের ৬৯ মিনিটে সমতায় ফেরে ভারত। লেফট ব্যাক মালেমনাম্বা থোকচম গোল শোধ করেন। ভারতকে এনে দেন ১ পয়েন্ট।
থোকচম বলেছে, 'গোল করার সময় বেশি কিছু ভাবিনি। জায়গা পেয়েছিলাম তাই মনে হয়েছিল গোল লক্ষ্য করে শট মারি। ওদের গোলকিপাও জায়গায় ছিল না। আমার মনে হয়েছিল বল চিপ করে দিই। গোলকিপার হয়তো ভাবেনি আমি ওখান থেকে শট মেরে দেব। বিশেষ করে ওই দূরত্ব আর কোণ থেকে। কিন্তু তাতেই কাজ হয়েছে।'
ম্যাচের পর থোকচম উপলব্ধি করে, সে কী দুরন্ত গোল করেছে। 'এত আগ্রহ আর চর্চা হবে ভাবিনি। শেষ বাঁশি বাজার পর থেকে যা হচ্ছে, তৈরি ছিলাম না। সবাই ওই গোলটা নিয়ে কথা বলছে। কত লোক এসে আমাকে জিজ্ঞেস করছে। তখন মনে হচ্ছে বিশেষ কিছু করেছি,' বলছে থোকচম।
১৫ বছরের থোকচম ফেব্রুয়ারি মাস থেকে ভারতের অনূর্ধ্ব ১৭ দলের সঙ্গে রয়েছে। অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ট্রফি দেওয়ার নেপথ্যে অন্যতম কারিগর ছিল। অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের নেপথ্যেও ছিল থোকচম। মণিপুরের অখ্যাত আওয়াং মামাং লেইকাই এলাকার মৎস্যজীবীর ছেলে। হয়তো বাবার মতো জেলেই হতো। যদি না ফুটবলপ্রেম থোকচমকে ঘিরে ধরত।
থোকচমের কথায়, 'আমাদের পরিবারের মাচ ধরেই চলে। বাবা নৌকা নিয়ে মাছ ধরতে যায় আর আমি বাড়ি থাকলে সঙ্গেই যাই। খুব শান্তি পাওয়া যায়। মাছ ধরতে আমার ভাল লাগে।'
যদিও অনূর্ধ্ব ১৭ AFC এশিয়ান কাপে ভারতের যুব দলের সামনে এবার অগ্নিপরীক্ষা। কারণ, পরের দুই ম্যাচে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান ও জাপান। ফিফা ব়্যাঙ্কিয়ে যারা ভারতের চেয়ে অনেক এগিয়ে। শনিবার গ্রুপের অপর ম্য়াচে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। জাপান বনাম উজবেকিস্তানের সেই ম্যাচ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।