নয়াদিল্লি: আইপিএল-এ গতকাল গুরুত্বহীন ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৩৪ রানে হারের জন্য খারাপ বোলিং করা ডোয়েন ব্র্যাভোর বদলে ব্যাটসম্যানদেরই দায়ী করলেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং। দিল্লির ইনিংসের ২০ নম্বর ওভারে ব্র্যাভো ২৬ রান দেন। তারপরেও তাঁকে আড়াল করে ফ্লেমিং বলেছেন, ‘অধিকাংশ দলেরই ডেথ ওভারে বোলিংয়ের ক্ষেত্রে সমস্যা আছে। গত ম্যাচে যখন বিপক্ষ দল ২০০ রান করার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখন ব্র্যাভো ওদের ১৮০ রানে বেঁধে রাখতে সাহায্য করে। এটা খেলার অঙ্গ। ও এই প্রতিযোগিতায় ভাল খেলেছে। এই দিনটা ওর ছিল না। তবে সবমিলিয়ে আমাদের বোলিং ভাল হয়েছে। আমার মনে হয়, ব্যাটসম্যানদের জন্যই হারতে হয়েছে। আমরা ঠিকমতো পার্টনারশিপ গড়ে তুলতে পারিনি। উইকেট মন্থর থাকায় ব্যাটিং করা কঠিন ছিল। আমরা উইকেটের চরিত্র বুঝতে পারিনি।’
গতকালের ম্যাচে চেন্নাইয়ের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনি (১৭) ও সুরেশ রায়না (১৫) বড় রান করতে পারেননি। সেই কারণেই অম্বাতি রায়াডু ২৯ বলে ৫০ রান করার পরেও নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১২৮ রান করতে পারে চেন্নাই। এ বিষয়ে ফ্লেমিং বলেছেন, ‘বিরতির পরেই রায়না আউট হয়ে যায়। আমরা যদি সেই জায়গা থেকে দ্রুত রান তোলার চেষ্টা করতাম, তাহলে হয়তো খেলা অন্যরকম হত। বিপক্ষ দলের ক্রিকেটাররা ক্যাচ নিয়েছে এবং আমাদের উপর চাপ সৃষ্টি করেছে। আমরা আসল সময়ে পরপর উইকেট হারিয়েছি। তার ফলেই হারতে হয়েছে।’
ব্র্যাভোর পাশে ফ্লেমিং, হারের জন্য দুষলেন ব্যাটিংকে
Web Desk, ABP Ananda
Updated at:
19 May 2018 04:41 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -