বুখারেস্ট: ফুটবল মাঠে ফের এক ফুটবলারের মৃত্যু। এবার প্রাণ হারালেন ক্যামেরুনের জাতীয় দলের ফুটবলার প্যাট্রিক একেঙ্গ।


 

রোমানিয়ার ক্লাব ডায়নামো বুখারেস্টের হয়ে খেলতেন একেঙ্গ। ক্লাবের হয়ে রোমানিয়ার লিগের একটি ম্যাচে খেলার মাঝেই হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ২৬ বছর বয়সি এই ডিফেন্সিভ মিডফিল্ডার। মাঠেই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

 

ক্লাব সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে রোমানিয়ার দলটিতে সই করেন একেঙ্গ। ভিতোরুল কনস্ট্যান্টার বিরুদ্ধে এই ম্যাচের পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন একেঙ্গ। ৭০ মিনিটের মাথায় কারও সঙ্গে সংঘর্ষ ছাড়াই নিজেই মাঠে শুয়ে পড়েন। চিকিৎকদের দেড় ঘণ্টার চেষ্টার পরেও তাঁর জ্ঞান ফেরেনি। এরপর একেঙ্গকে মৃত ঘোষণা করা হয়।

 

২০০৩ সালে কনফেডারেশন্স কাপে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে এভাবেই মাঠে প্রাণ হারিয়েছিলেন ক্যামেরুনের মার্ক ভিভিয়েন ফো। এবার একেঙ্গেরও মাঠেই মৃত্যুর ঘটনায় ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। ক্যামেরুনের ফুটবল ফেডারেশন ও বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলাররা শোক প্রকাশ করেছেন।