বার্সেলোনা: প্রয়াত লুইস সুয়ারেজ় (Luis Suarez)। শোকের আবহ ফুটবল বিশ্বে।


স্পেনের (Spain National Football Team) প্রাক্তন মিডফিল্ডারের বয়স হয়েছিল ৮৮ বছর। 


ইন্টার মিলান (Inter Milan) ও বার্সেলোনার (Barcelona) প্রাক্তন ফুটবলার সুয়ারেজ়। কিংবদন্তি মিডফিল্ডারকে বিশ্ব চিনত লুইজ়িতো নামে। ইতালির সেরি আ-র বিখ্যাত ক্লাব ইন্টার মিলান যাঁর সম্পর্কে লিখেছে, ও হচ্ছে নিজের প্রতিভা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে উদ্বুদ্ধ করার সেরা মুখ।


 





স্পেনের হয়ে ৩২ ম্যাচ খেলেছেন সুয়ারেজ়। ১৯৬৪ সালে স্পেনকে ইউরো কাপে চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম কারিগর। তবে ইন্টার মিলানে খেলে নিজেকে এক অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন তিনি। ১৯৬১ সালে তিনি সান সিরো-তে গিয়ে ইন্টার মিলানে যোগ দেন। তারপর ৯টি গৌরবময় মরশুম কাটান ইন্টার মিলানে।

 

ইন্টার মিলানকে তিনবার সেরি আ চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন সুয়ারেজ়।  পাশাপাশি দুবার ইউরোপিয়ান কাপ ও জোড়া ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতাতেও বড় অবদান ছিল লুইজ়িতোর। 

 

তবে ইন্টার মিলানে যোগ দেওয়ার আগে বার্সেলোনায় ৬ মরশুম কাটিয়েছিলেন সুয়ারেজ়। সেই সময়ে দুবার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। ক্যাম্প ন্যুতেও কিংবদন্তি হিসাবেই বন্দনা চলে তাঁর। ১৯৬০ সালে তিনি ব্যালঁ ডি অর জিতে ইতিহাস গড়েন। তিনিই প্রথম ও একমাত্র স্পেনে ভূমিষ্ঠ ফুটবলার যিনি ব্যালঁ ডি অর জিতেছেন। 

   

 

 



কেরিয়ারের শেষ তিন বছর ইতালির সাম্পদোরিয়ার হয়ে খেলেন সুয়ারেজ়। ফুটবল থেকে অবসর নেওয়ার পর কোচিং শুরু করিয়েছিলেন। ইন্টার মিলানের ম্যানেজার হয়েছিলেন তিনবার। তবে ফুটবলার হিসাবে যেমন সফল, সেই সাফল্য ম্যানেজার হিসাবে পাননি তিনি। পরে স্পেনের অনূর্ধ্ব ২১ দলের এবং স্পেন সিনিয়র দলেরও কোচ হয়েছিলেন সুয়ারেজ়।

 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial