মুম্বই: সেইসময়ে তিনি পড়াশোনা করছেন স্কুলে। বড় হয়ে উঠেছেন মুম্বইয়েই, পড়াশোনাও সেখানেই। হঠাৎ তাঁর মায়ের মনে হল, মেয়েকে খেলাধুলোর সঙ্গে যুক্ত করাও জরুরি। যেমন ভাবা তেমন কাজ, মেয়েকে বাস্কেটবলে ভর্তি করে দিলেন। সেখানে সেই মেয়েকে বাস্কেটবল শেখালেন কে? স্বয়ং শিল্পা শেট্টি (Shilpa Shetty)। তিনিও তখন কলেজ পড়ুয়া। আর সেই ছোট্ট মেয়েটি? বড় হয়ে সেই হয়েছে বিদ্যা বালন (Vidya Balan)। বলিউডের অন্যতম প্রতিভাবান একজন অভিনেত্রী।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের স্কুলজীবনের কথা বলেছেন বিদ্যা বালন। তিনি ও শিল্পা একই স্কুলের ছাত্রী ছিলেন, তবে শিল্পা ছিলেন বিদ্যার থেকে কয়েক বছরের বড়। ৩ বছর শিল্পাকে সিনিয়র হিসেবে পেয়েছিলেন বিদ্যা বালন। আর সেই সময়েই শিল্পা বিদ্যাকে বাস্কেটবল খেলা শিখিয়েছিলেন!


সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছেন, তিনি ও শিল্পা শেট্টি দুজনেই থাকতেন মুম্বইয়ের চেম্বারে। সেখানে থাকতেন মালাইকা অরোরা (Malaika Arora)-ও। বিদ্যা শিল্পার সঙ্গে তাঁর সাক্ষাৎ ও খেলার স্মৃতিচারণা করতে গিয়ে বলেছেন, 'একবার আমার মায়ের ভীষণ ইচ্ছা হল আমায় খেলাধুলোর সঙ্গে যুক্ত করবেন। সেই মতো আমায় স্কুলের বাস্কেটবল টিমে ভর্তি করিয়ে দিলেন। ভোর ৬টায় উঠে বিদ্যা সেইমতো মাঠে পৌঁছলেন। অনেকেই হয়তো জানেন না, শিল্পা শেট্টিও বাস্কেটবল খেলতেন সেসময়ে। তখন স্কুলে গুঞ্জন শুরু হয়েছে, শিল্পা নাকি রুপোলি পর্দায় যোগ দেবেন। যদিও শিল্পার মধ্যে তা নিয়ে কোনও অহংকার ছিল না কখনও। বিদ্যাকে সিনিয়র হিসেবে তিনিই শিখিয়েছিলেন বাস্কেটবল ড্রিবল করতে। ড্রিবল করা শিখে বিদ্যা ভেবেছিলেন, তিনি সব শিখে গিয়েছেন। পরেরদিন মাকে এসে তিনি বলেছিলেন, 'আমি সব শিখে গিয়েছি। আমার আর ভোরে মাঠে যেতে হবে না। সেই থেকে আর বাস্কেটবল খেলতে যাননি বিদ্যা। 


প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছেন বিদ্যা বালনের নতুন ছবি 'নিয়ত'। এই ছবির হাত ধরে ৪ বছর পরে বড়পর্দায় ফিরছেন বিদ্যা। থ্রিলার এই ছবিতে বিদ্যাকে দেখা গিয়েছে একটি গোয়েন্দা চরিত্রে। বিদ্যার অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল ছোটপর্দার মাধ্যমে। এরপর বিজ্ঞাপনী ও তারপরে বড়পর্দায় পা রাখেন বিদ্যা।


আরও পড়ুন: Subhasree-Yuvaan: কার্টুনের অনুকরণ করে ইউভানের সঙ্গে নাচ শুভশ্রীর, সোশ্যাল মিডিয়া মজল মা-ছেলের খুনসুটিতে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial