কলকাতা: কলকাতা ফুটবল লিগ (CFL) চলছে জোর কদমে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিছে ডুরান্ড কাপ। লাল-হলুদ শিবিরও অংশ নেবে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে। এসে গিয়েছেন অভিজ্ঞ কোচ কার্লেস কুয়াদ্রাতও। বিদেশি প্লেয়াররা আসছেন একে একে।
আর তার মাঝেই ভক্ত, সমর্থকদের জন্য বড় খবর দিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। জানিয়ে দিল, ২০২৩-২৪ মরশুমের জন্য নতুন স্পনসর পেয়েছে তারা। নতুন টেক-গেম প্ল্যাটফর্ম ব্যাটারির (Batery) সঙ্গে চুক্তি করেছে ইমামি ইস্টবেঙ্গল। শুক্রবার ইস্টবেঙ্গলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, তাতে ব্যাটারিকে ২০২৩-২৪ মরশুমের প্রিন্সিপাল স্পনসর বলে উল্লেখ করা হয়েছে।
তিনদিন আগেই জাঁকজমক করে প্রতিষ্ঠা দিবস পালন করেছে ইস্টবেঙ্গল। তারকার সমাবেশে উদ্বেলিত হয়ে উঠেছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। তার ঠিক পরপরই লাল-হলুদ সমর্থকদের জন্য বড়সড় খবর হাজির করল ইস্টবেঙ্গল। জানিয়ে দেওয়া হল, নতুন মরশুমে ব্যাটারি-র সঙ্গে গাঁটছড়া বাঁধছে ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গলের জার্সির নকশাও এবার বদলে যাবে। ম্যাচ এবং অনুশীলন জার্সির সামনে এবং পিছনের অংশে মূল স্পনসর জায়গা করে নেবে। ইমামি ইস্টবেঙ্গল সিইও নম্রতা পারেখ একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, আসন্ন মরশুমের জন্য ব্যাটারির সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা আনন্দিত। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে গেম-টেক দুনিয়া ক্রমবর্ধমান। আসন্ন মরশুমে সুপার চার্জ হয়ে নামার জন্য মুখিয়ে রয়েছে ইস্টবেঙ্গল।
ব্যাটারি সংস্থার প্রতিনিধি বলেছেন, 'আইএসএলের দশম সংস্করণে আমরা ইস্টবেঙ্গলের অফিসিয়াল স্পনসর হতে পেরে উচ্ছ্বসিত। নতুন প্রতিষ্ঠান হিসেবে ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা ভীষণ উত্তেজিত। আশা করব ভাল পারফরম্যান্স তুলে ধরতে পারবে লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ ও সমস্ত সমর্থকদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি।'
কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) দুরন্ত ছন্দে দৌড়চ্ছিল ইস্টবেঙ্গল (East Bengal)। পরপর ২টি ম্যাচে প্রতিপক্ষকে ৫ গোলের মালা পরিয়েছিল ইস্টবেঙ্গল। তবে চলতি কলকাতা ফুটবল লিগে জয়ের ধারা বজায় রাখতে পারেনি তারা। ভবানীপুর ক্লাবের (Bhawanipur) কাছে বৃহস্পতিবার লিগে নিজেদের সাত নম্বর ম্যাচে আটকে যায় লাল-হলুদ শিবির। নিজেদের মাঠে পয়েন্ট নষ্ট করেছে তারা। বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচে ভবানীপুরের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইস্টবেঙ্গল। প্রিমিয়র ডিভিশনে নিজেদের প্রথম ৫টি ম্যাচে টানা জিতেছিল ভবানীপুর। অবশেষে ইস্টবেঙ্গলের কাছে ধাক্কা খেতে হল তাদের। লিগে প্রথমবার পয়েন্ট খোয়াল ভবানীপুর।