রিয়াদ: বয়স চল্লিশের কোটায় প্রায়। কেরিয়ারের সায়াহ্নে তিনি। কিছুদিন আগেই নিজের ইউটিউব চ্যানেল খুলে রেকর্ড গড়েছেন। ১০ ঘণ্টার মধ্যে ১০ লক্ষ সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে গিয়েছিল তাঁর। অনেকই বলেছিলেন যে তিনি শেষ হয়ে গিয়েছেন। কিন্তু বারবার তিনি প্রমাণ করেছেন যে, তিনি শেষ হয়ে যাননি। এবার আরও একবার সেই ঝলকই দেখালেন সৌদি প্রো লিগ। আরও একবার দুরন্ত ফ্রি -কিকে গোল করে মাঠ মাতালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল ফেহাকে ৪-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে জয় ছিনিয়ে নিল রোনাল্ডোর দল আল নাসেরও। জোড়া গোল করেছেন তালিস্কা।
সৌদি প্রো লিগে আল ফেহার বিরুদ্ধে ম্য়াচে রোনাল্ডো শুরু থেকেই বেশ ভাল ছন্দে ছিলেন। এদিনের গোলটি ছিল সৌদি প্রো লিগে ৫০ তম গোল। এমনকী নিজের কেরিয়ারের ৮৯৯ গোল করলেন সি আর সেভেন। পর্তুগিজ সুপারস্টার আর মাত্র এক গোল পেছনে রয়েছেন ৯০০ গোলের মাইলস্টোন থেকে। এমনকী নিজের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছোঁয়ারও হাতছানি রয়েছে রোনাল্ডোর। এখনও পযন্ত ফ্রি কিক থেকে সর্বাধিক ৬৫টি গোল করেছেন মেসি। রোনাল্ডো মঙ্গলবার নিজের ৬৪ তম গোল করলেন। উল্লেখ্য, ২০০২ সালে ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল রোনাল্ডোর। স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগালের হয়ে প্রথমবার ক্লাব ফুটবলে খেলতে নামেন।
গত বিশ্বকাপের পরেই রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২৩ সালের শুরুতে সৌদি আরবের ক্লাব আল নাসরে (Al Nassr) যোগ দিয়েছিলেন রোনাল্ডো। তিনি কী আর ইউরোপে ফিরবেন? কতদিন খেলবেন তিনি? এই নিয়ে মাঝেমাঝেই জল্পনা শোনা যায়। রোনাল্ডো সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, 'আমি সত্যিই জানি না যে আমি কবে ঠিক অবসর নেব। হয়তো দুই তিন বছর পর। তবে হ্যাঁ, সম্ভবত এখানে আল নাসরে খেলেই আমি অবসর নিতে চলেছি। আমি এই ক্লাবে খেলতে পেরে খুবই খুশি। এই দেশটাও আমার বেশ পছন্দের। সৌদি আরবে খেলতে আমার ভালই লাগে এবং আমি এখানে খেলা চালিয়ে যেতে চাই।'
ফুটবল ছাড়ার পর কোচিং কেরিয়ারেও নিজেকে দেখতে চান না সি আর সেভেন। তিনি বলেন, ''আমি একদিন ম্যানেজার হব, এই বিষয়টা ভাবতেই আমার খুব কষ্ট হচ্ছে। আমি কোনও ফুটবল দলের প্রধান কোচ হওয়ার কথা একেবারেই ভাবছি না। সেই চিন্তা আমার মাথাতেও আসে না। হয়তো আমি ভবিষ্যতে ফুটবলের সঙ্গে যুক্ত থাকব না। ফুটবলের বাইরের জগতে কোনওকিছু করব।''