সাও পাওলো: বয়স মাত্র ২৭। কিন্তু এই বয়সেই নিভে গেল জীবন প্রদীপ। মাঠেই লুটিয়ে পড়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে। শেষ পর্যন্ত মৃত্যুই হল উরুগুয়ের ফুটবলার হুয়ান ইখকিয়ার্দোর (Juan Izquierdo)।


মাঠে ম্যাচ খেলার ফাঁকেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন হুয়ান ইখকিয়ার্দো। ব্রাজিলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পাঁচদিন জীবন-মৃত্যুর মাঝে সরু সুতোয় ঝুলছিলেন। অবশেষে পরাজিত হলেন উরুগুয়ের ২৭ বছর বয়সী ফুটবলার।


সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯.৩৮ মিনিটে প্রয়াত হন হুয়ান ইখকিয়ার্দো। তাঁর মৃত্যুর কারণ হিসাবে দেখানো হয়েছে কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট অ্যাসোসিয়েটেড উইথ কার্ডিয়াক অ্যারিথমিয়াকে (cardiorespiratory arrest associated with his cardiac arrhythmia)।


গত বৃহস্পতিবার সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে কোপা লিবারতাদোসের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন হুয়ান ইখকিয়ার্দো। ন্যাশিওনাল ক্লাবের প্রতিনিধিত্ব করছিলেন তিনি। পরে ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, গোটা ক্লাব হুয়ান ইখকিয়ার্দোর মৃত্যুতে মর্মাহত, শোকস্তব্ধ। অপূরণীয় ক্ষতি হয়েছে, জানিয়েছে ক্লাব।


দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ামক সংস্থা কনমেবল (CONMEBOL)-ও শোকবার্তা জানিয়েছে। কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ (Alejandro Domínguez) বলেছেন, 'হুয়ান ইখকিয়ার্দোর অকালমৃত্য়ুতে গভীরভাবে মর্মাহত।' উরুগুয়ে, ব্রাজিল, আর্জেন্তিনার ফুটবল সংস্থাও হুয়ান ইখকিয়ার্দোর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে।


 






রবিবার থেকে হাসপাতালে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সাও পাওলোর হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন হুয়ান ইখকিয়ার্দোর বাবা-মা ও ক্লাবের কর্মকর্তারা। ইখকিয়ার্দোর স্ত্রী ছাড়াও রয়েছে দুই সন্তান। যাদের মধ্যে পুত্রসন্তানের জন্ম হয়েছে অগাস্ট মাসের গোড়াতেই।


 






হুয়ান ইখকিয়ার্দোর শোকে উরুগুয়ের প্রথম ও দ্বিতীয় ডিভিশনের সব ম্যাচ বন্ধ রাখা হয়েছে।