মায়ামি: কোপা আমেরিকা (Copa America) ফাইনালের সেই দৃশ্য মনে আছে? গোড়ালি ফুলে ঢোল। কার্যত দাঁড়াতেই পারছেন না। কলম্বিয়ার বিরুদ্ধে ফাইনালে মাঠ ছাড়তে হল লিওনেল মেসিকে (Lionel Messi)। কান্নায় ভেঙে পড়েন আর্জেন্তিনার মহাতারকা। দল এত বড় ম্যাচ খেলছে আর তিনি মাঠে নেই, মেনে নিতে পারছিলেন না। লিওর সেই কান্না দেখে তামাম বিশ্বে কোটি কোটি ভক্তের মনও সিক্ত হয়ে গিয়েছিল যেন।


মেসিকে ছাড়াই শেষ পর্যন্ত কোপা আমেরিকার সেই ফাইনাল জিতেছিল আর্জেন্তিনা। আর এবার মেসিকে নিয়ে এল বড় আপডেট।


মেসি চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পর থেকেই ফুটবল বিশ্বের আনাচ কানাচে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছিল, সেটা হল কবে ফের মাঠে নামবেন কিংবদন্তি? কবে ফের তাঁর পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ হবেন ফুটবল প্রেমীরা? কেউ কেউ সন্দেহ প্রকাশ করছিলেন, গোড়ালির চোটে মেসির ফুটবল কেরিয়ার নিয়েই প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যাবে না তো?


তবে বিশ্বের কোটি কোটি মেসি অনুরাগীদের জন্য এবার এল স্বস্তির খবর। ইন্টার মায়ামির (Inter Miami) জার্সিতে বুধবার প্র্যাক্টিসে নেমেছেন মেসি। যদিও অল্প বিস্তর দৌড়াদৌড়ি করেছেন। তবে মেসির মাঠে ফেরা নিয়ে এবার আশাবাদী ভক্তরা। ৬ সপ্তাহ পরে যে প্রিয় নায়ক মাঠে নেমে পড়েছেন।


কোপা আমেরিকা ফাইনালে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন মেসি। তারপর ধীরে ধীরে সেরে উঠছেন। আটবারের ব্যালঁ ডি অর জয়ীকে মাঠে দেখার জন্য তর সইছে না ফুটবল প্রেমীদের।


সেপ্টেম্বরের গোড়ায় বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলবে আর্জেন্তিনা। সেখানে মেসিকে বিশ্রাম দিয়েছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি ম্যাচ ফিট হবেন না বলেই আরও এই সিদ্ধান্ত, দাবি আর্জেন্তিনার সংবাদমাধ্যমের। এরই মাঝে শনিবার শিকাগোয় খেলতে যাচ্ছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে ১৪ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায় ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির। মেসি পুরোপুরি সেরে উঠতে আরও ২ সপ্তাহ সময় পাচ্ছেন।


বুধবার প্র্যাক্টিসের পর ইন্টার মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার বলেছেন, 'মাঠে ওকে দেখে দারুণ লাগছে। প্রত্যেক দিন ওর চিকিৎসা হচ্ছে। প্রত্যেক দিন প্র্যাক্টিস করছে। এরকম চোট আগেও সামলে উঠেছে। এখনও সর্বোচ্চ পর্যায়ে সেটা করে দেখাতে পারে। কোপা আমেরিকায় যে ধরনের চোট পেয়েছিল তারপর মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে আর এর থেকেই বোঝা যাচ্ছে এখানে কত উন্নত সুযোগ সুবিধা রয়েছে।'