বুয়েনস আইরেস: তিনি আর্জেন্তিনার (Argentina) বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর। কোপা আমেরিকাতেও আর্জেন্তিনার জোড়া মুকুট জয়ের নেপথ্যে তেকাঠির নীচে তাঁর দুর্ভেদ্য হয়ে ওঠাকে সবচেয়ে বেশি কৃতিত্ব দেন কেউ কেউ।
সেই এমিলিয়ানো মার্তিনেজের (Emiliano Martinez) ওপর নেমে এল ফিফার কড়া শাস্তির খাঁড়া। ২ ম্যাচের জন্য আর্জেন্তিনার মহাতারকা গোলকিপারকে নির্বাসন করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।
তিনকাঠির নীচে দুর্ভেদ্য, আবার অঙ্গভঙ্গি করে বারবার বিতর্কে জড়িয়েছেন মার্তিনেজ। এবার অবশ্য গোল বাঁচানো নয়, অশালীন আচরণ করায় ও ক্যামেরাম্যানকে ধাক্কা দিয়ে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির রোষানলে পড়লেন মার্তিনেজ়। তাঁকে দু' ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি।
বিশ্বকাপের বাছাই পর্বে আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিরুদ্ধে ও ১৬ অক্টোবর বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে আর্জেন্তিনার। সেই দুই ম্যাচেই খেলতে পারবেন না মার্তিনেজ়। জানা গিয়েছে, আলাদা দুটি ঘটনার জন্য ২ ম্যাচ নির্বাসনের শাস্তির মুখে পড়তে হয়েছে মার্তিনেজ়কে।
চলতি মাসে পরপর দুবার বিতর্কে জড়িয়েছেন মার্তিনেজ়। বিশ্বকাপজয়ী আর্জেন্তিনার গোলকিপারের বিরুদ্ধে প্রথম শৃঙ্খলাভঙ্গের অভিযোগটি উঠেছিল ৬ সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চিলির বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে জেতে আর্জেন্তিনা। ঘরের মাঠে সেদিন কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে সেলিব্রেট করেন মার্তিনেজ়। ঠিক যেভাবে ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পরও উদযাপন করেছিলেন।
আর্জেন্তিনার গোলকিপার শৃঙ্খলাভঙ্গের দ্বিতীয় ঘটনাটি ঘটান ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে। সেই ম্যাচে হেরে যায় আর্জেন্তিনা। পরাজয়ের পর সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা অপারেটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে মার্তিনেজের বিরুদ্ধে। পরে জনি জ্যাকসন নামের সেই অপারেটর কলম্বিয়ার স্থানীয় এক সংবাদমাধ্যমে জানান, তিনি মার্তিনেজের হাতে 'লাঞ্ছিত' হয়েছেন।
মার্তিনেজ় না থাকায় পরের দুই ম্যাচে বিকল্প ভাবতে হবে আর্জেন্তিনাকে। ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কনমেবল এলাকায় পয়েন্ট তালিকায় সকলের ওপরে রয়েছে আর্জেন্তিনা। ৮টি ম্যাচের মধ্যে ৬টি জিতেছে তারা। ২টি পরাজয়। ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্জেন্তিনা। দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৬। ব্রাজিল রয়েছে পয়েন্ট তালিকার ৫ নম্বরে।
আরও পড়ুন: গুরুতর অভিযোগ, বাংলাদেশের সুপারফ্যান টাইগার রবিকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।