কলকাতা: ভারতীয় ফুটবলে (Indian Football Team) বেনজির ডামাডোল। জাতীয় দলের কোচ নিয়োগ করা হল টেকনিক্যাল কমিটির সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই!


ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচন প্রক্রিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বারা পরিচালিত হলেও সাক্ষাৎকার পর্ব তত্ত্বাবধান করে উপদেষ্টা কমিটি। যে কমিটির প্রধান বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক মলহোত্র। গৌতম গম্ভীরকে কোচ নিয়োগ করার আগে তাঁরও সাক্ষাৎকার নিয়েছিল উপদেষ্টা কমিটি। ফুটবলে অবশ্য সম্পূর্ণ অন্য ছবি।


জাতীয় কোচ হিসেবে মানোলো মার্কেজ়কে দায়িত্ব দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। তবে তা নিয়ে টেকনিক্যাল কমিটির কোনও মত নেওয়া হয়নি। বৈঠকে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন উপস্থিত ছিলেন না। প্রতিবাদে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি থেকে ইস্তফা বাইচুং ভুটিয়ার (bhaichung bhutia)।


ভারতীয় ফুটবলে নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় দল আর ক্লাবের দায়িত্ব সামলাবেন মানোলো মার্কেজ়। শনিবার ফেডারেশনের কার্যকরী কমিটির  সভায় মানোলো মার্কেজ়কে জাতীয় ফুটবল দলের কোচ করা হয়েছে। ভারতীয় ফুটবলের পরিচিত মুখ মার্কেজ়। হায়দরাবাদ এফসিকে সাফল্য দেওয়ার পর গতবছর এফসি গোয়ার দায়িত্ব নেন তিনি।


সেই মানোলো মার্কেজ় এবছরও গোয়ার হয়ে কোচিং করাবেন। একইসঙ্গে কোচিং করাবেন জাতীয় দলের হয়ে। স্বার্থসংঘাতের প্রশ্ন উঠতে পারে। এছাড়া একইসঙ্গে ক্লাব কোচিং আর জাতীয় দলে কোচিং, এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তবে সব প্রশ্ন নস্যাৎ করে দিয়েছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে।


 






ইগর স্তিমাচকে (Igor Stimac) অপসারণের পর ভারতীয় ফুটবল দলের দায়িত্ব কার হাতে যাবে, দেখার অপেক্ষায় ছিল গোটা দেশ। অবশেষে শনিবার বহুপ্রতীক্ষিত সেই ঘোষণা করা হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফে। জানিয়ে দেওয়া হল ভারতের নতুন কোচের নাম। আর সেই সঙ্গেই শুরু হয়ে গেল বিতর্ক।


 






আরও পড়ুন: স্নেহাশিসের বিয়েতে হয়তো থাকছেন না সৌরভ-ডোনা, কোথায় হচ্ছে অনুষ্ঠান?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।