লাস ভেগাস: গোলশূন্য প্রথমার্ধ, তারপর পেনাল্টি শ্যুট আউটে স্বপ্নভঙ্গ। উরুগুয়ে বনাম ব্রাজিলের (URU vs BRA) কোপা আমেরিকার (Copa America 2024) কোয়ার্টর ফাইনাল ম্যাচের দিকে সকল ফুটবলপ্রেমীরা তাকিয়ে ছিলেন। দুই দলের আক্রমণাত্মক খেলা দেখার আশা ছিল। তবে নির্ধারিত ৯০ মিনিটে কোনও গোল হয়নি। পেনাল্টিতে উরুগুয়ের কাছে ৪-২ হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশে নিজের বার্তায় একটু ধৈর্য্য ধরার আবেদন রাখলেন সেলেসাও কোচ দোরিভাল জুনিয়ার (Dorival Junior)।
ব্রাজিলিয়ান কোচ জানিয়ে দিলেন দল বদলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আবার শক্তিশালী করে তোলার জন্য খানিক সময়ের প্রয়োজন। তিনি বলেন, 'আমার তো বদলের মধ্যে দিয়ে যাচ্ছি। নতুন করে দল সাজাচ্ছি। আমি এই দলকে মাত্র আটটি ম্যাচে কোচিং করিয়েছি। আমাদের পথে না না বাধা বিপত্তি আসবে জানি। তবে হ্যাঁ. নক আউটে হারাটা নিঃসন্দেহে একদমই আনন্দদায়ক নয়।'
কোপা আমেরিকা থেকে বিদায় তো বটেই, ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দক্ষিণ আমেরিকান বিভাগেও বেশ পিছনে সেলেসাওরা। আপাতত ছয় নম্বরে রয়েছে ব্রাজিলিয়ান দল। দলের যে আরও অনেক উন্নতির প্রয়োজন, তা দোরিভাল কিন্তু ভালভাবেই জানেন। 'আমাদের উন্নতি করার প্রচুর জায়গা রয়েছে। এবার আমাদের সর্বপ্রধান লক্ষ্য হল পরের বিশ্বকাপে খেলার ছাড়পত্র অর্জন করা। আপাতত আমরা তালিকায় ছয় নম্বরে রয়েছি, যে বিষয়ে আমরা একেবারেই সন্তুষ্ট নই।' জানান ব্রাজিলিয়ান কোচ।
উরুগুয়ের উদাহরণ দিয়েই ব্রাজিলিয়ান সমর্থকদের থেকে কিছুটা সময় চেয়ে নেন দোরিভাল। তিনি বলেন, 'উরুগুয়ের জাতীয় দল একটি নির্দিষ্টভাবে ফুটবল খেলে। ওরা অনেকদিন ধরে খেলছে একসঙ্গে। শুরুতে কিছু সমস্যা ছিল বটে, তবে সেটা শুধরে নিয়েছে ওরা। এরপর দারুণ খেলে সাফল্যও পাচ্ছে ওরা। আমরাও যে তেমন সাফল্য পাব, সেই বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু তার জন্য খানিক সময়ের প্রয়োজন। টুর্নামেন্টের শুরুতে আমরা যত ভুলত্রুটি করছিলাম, সেগুলোর অনেকটাই ঠিক করেছি। সবটা তাড়াহুড়ো করে করেও, যে পরিমাণ সময় আমরা পেয়েছি, সেটাতে ভাল কিছু করা কঠিন। তবে সব বদলাবে, নিজেদের উন্নতি করতে এরপর আমরা বেশ সময় পাব বলেই মনে হয়।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোপা আমেরিকার সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে গেল