সাও পাওলো: সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখানে বেশিদিন থাকা হল না ব্রাজিলীয় ফুটবল সুপারস্টারকে। প্রো লিগে খেলছিলেন। কিন্তু মাত্র ৭ ম্য়াচ খেলে ১ গোল করেছেন নেমার। চোট বারবার তাঁর কেরিয়ারে আঘাত হেনেছে। আল জাইমের বিরুদ্ধে গোলটি করেছিলেন তিনি। কিন্তু এবার আল হিলালে নয়, নিজের প্রথম ক্লাব স্যান্তোসেই ফিরতে চলেছেন ওয়ান্ডার কিড।
সূত্রের খবর, স্যান্তোস ক্লাব সভাপতির সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচনা সারছিলেন নেমার। এবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্রাজিলের তারকা ফুটবলার জানিয়েছেন, ''আমার পুরনো ক্লাব স্যান্টোস ফুটবল ক্লাবের চুক্তিপত্রে সই করব। ক্লাবের ও তাঁর সমর্থকদের প্রতি ভালবাসা কখনও পাল্টায়নি। আশা করি তা আরও বাড়বে। আমার খেলার মধ্য়ে ফিরতে হবেই। আমি মনে করি স্যান্তোসের মত ক্লাবই আমাকে প্রকৃত ভালবাসা দিতে পারবে। আমি আগামীর জন্য চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তার জন্য় যা যা প্রয়োজন সব করব।'' স্যান্তোস ক্লাবের তরফে নেমারের পোস্টের উত্তরে লেখা হয়েছে, ''এখন শুধু তোমার ঘরে ফেরার অপেক্ষায় আমরা। তোমার প্রিয় ভক্তরা তোমার অপেক্ষায় রয়েছে।''
এর আগে নেমারকে অতীতে বলতে শোনা গিয়েছিল ব্রাজিলয়ান সমর্থকরা তাঁকে যোগ্য সম্মান দেন না, তাই তিনি খুব বেশিদিন হয়তো খেলবেন না। এবার একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন যে আসন্ন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপই তাঁর শেষ হতে চলেছে। ব্রাজিলের জার্সিতে উত্তর আমেরিকায় আয়োজিত বিশ্বকাপে তাঁর অংশগ্রহণ সম্পর্কে প্রশ্ন করা হলে নেমার বলেন, 'আমি চেষ্টা তো করব, যাতে ওই বিশ্বকাপে খেলতে পারি। জাতীয় দলের অংশ হওয়ার জন্য যা যা করণীয়, আমি সবটা করব। আমি জানি এটাই আমার শেষ বিশ্বকাপ, শেষ সুযোগ, শেষ প্রয়াস, তাই এই বিশ্বকাপ খেলার জন্য আমার সাধ্যের মধ্যে যা যা সম্ভব, সবটা করব।'
২০২৩ সালে সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পর মাত্র সাতটি ম্যাচ খেলেছেন। তাঁকে আল হিলাল আর দলে রাখতে চায় না বলেও শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত পুরনো ক্লাব স্যান্তোসেই ফেরার পথে নেমার।