লাগ ভেগাস: কোস্তা রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই আটকে গিয়েছিল ব্রাজিল (Brazil football team)। তবে কোপা আমেরিকায় (Copa America 2024) নিজেদের দ্বিতীয় ম্যাচেই দুরন্ত জয় পেল সেলেসাওরা। জোড়া গোল করে ব্রাজিলের নায়ক ভিনিসিয়াস জুনিয়ার (Vinicius Junior)। প্যারাগুয়েক (PAR vs BRA) বড় ব্যবধানে পরাজিত করলেন ভিনিসিয়াসরা। ম্যাচের স্কোরলাইন ৪-১। এই জয়ের সুবাদে গ্রুপ 'ডি'-তে দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল। অপরদিকে, গ্রুপের অন্য ম্যাচে কোস্তা রিকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান পাকা করে নিল কলম্বিয়া। 


কোস্তা রিকার বিরুদ্ধে ম্যাচে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি ভিনিসিয়াস। তবে এই ম্যাচে বাঁ-দিকের উইং দুরন্ত পারফর্ম করেন রিয়াল মাদ্রিদ তারকা। ভিনিসিয়াসের পা থেকেই ম্যাচের ৩৫ মিনিটে ব্রাজিল প্রথম গোলটি পায়। দৃষ্টিনন্দন ফুটবলের পর লুকাস পাকেতার নিখুঁত ফার্স্ট টাইম পাস থেকে বল কোস্তা রিকার জালে জড়াতে কোনও ভুল করেননি ভিনিসিয়াস। ৪৩ মিনিটে স্যাভিও পেনাল্টি বক্সে এক ফিরতি বল সবচেয়ে দ্রুত নিজের দখলে আনেন। ৪৩ মিনিটে করেন ব্রাজিলের দ্বিতীয় গোল।


প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্রাজিল নিজেদের লিড আরও বাড়িয়ে নেয়। ভিনিসিয়াসই ব্রাজিলের তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন। রক্ষণভাগে ওমারের ভুলের সুযোগ নেন তিনি। প্যারাগুয়ে ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গেলে ভিনিসিয়াস পা বাড়ান এবং সৌভাগ্যবশত তাঁর পায়ে লেগেল বল জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে নিজের ভুল কিছুটা শোধরানোর চেষ্টা করেন ওমার। ৪৮ মিনিটে দূরপাল্লার এক দুরন্ত শটে প্যারাগুয়ের হয়ে ব্যবধান কমান তিনি। 


 






 


প্রথম দিকে প্যারাগুয়ে লড়াই করার চেষ্টাও করে বটে। তবে লুকাস পাকেতা ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে ৪-১ এগিয়ে দিলে ম্যাচের ভাগ্য সেখানেই কার্যত নির্ধারিত হয়ে যায়। ম্যাচে আর কোনও গোল না হওয়ায় সহজ জয় পায় ব্রাজিল। আপাতত দুই ম্যাচে এক ড্র ও একটি জয়ের সুবাদে চার পয়েন্ট নিয়ে ব্রাজিল দ্বিতীয়। দুইটি ম্যাচ জিতে শীর্ষে কলম্বিয়া। আর দুই ম্য়াচ হেরে সবার নীচে প্যারাগুয়ে। কলম্বিয়া নিজেদের ম্যাচে কোস্তা রিকাকে ৩-০ পরাজিত করে। লুইস ডিয়াজ় পেনাল্টি থেকে গোলের খাতা খোলেন। দ্বিতীয়ার্ধে ডেভিনসন স্যাঞ্চেজ় এবং কর্ডোভা তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে কলম্বিয়ার জয় সুনিশ্চিত করেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: উয়েফা ইউরোর মাঝেই দুর্ঘটনার শিকার ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড