লাস ভেগাস: কোপা আমেরিকার (Copa America) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। ভারতীয় সময় রবিবার ভোরে ভাগ্যপরীক্ষা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের লড়াইটা অবশ্য সহজ নয়। কারণ, ব্রাজিলের সামনে ১৫ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে (Brazil vs Uruguay)।
লাস ভেগাসের নেভাদায় অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে। এই ম্যাচে যে দল জিতবে, সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া বনাম পানামা ম্যাচের বিজয়ী দলের সঙ্গে। কলম্বিয়া ও পানামা মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে।
গ্রুপ পর্বে দুরন্ত ছন্দে ছিল উরুগুয়ে। গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছিল। গ্রুপ পর্বে সব মিলিয়ে ৯ গোল করেছিল উরুগুয়ে। হজম করেছে মোটে এক গোল। অন্যদিকে, নতুন কোচ দোরিভাল জুনিয়রের প্রশিক্ষণে ব্রাজিল নজর কাড়লেও, চলতি কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে নেই সেলেকাওরা। গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতে ড্র করেছে ব্রাজিল।
গ্রুপ সি-র শীর্ষে ছিল উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার প্রশিক্ষণে আক্রমণ ও রক্ষণের দারুণ ভারসাম্য দেখাচ্ছে উরুগুয়ে। বিয়েলসার প্রশিক্ষণে ১৫ ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছে লা সেলেস্তেরা। ১৬তম খেতাব জিতে আর্জেন্তিনাকে ছাপিয়ে যাওয়াই লক্ষ্য উরুগুয়ের।
গ্রুপ ডি-তে কলম্বিয়ার সঙ্গে ১-১ ড্র করেছিল ব্রাজ়িল। তবে উরুগুয়ের সঙ্গে ঈর্ষণীয় রেকর্ড ব্রাজিলের। শেষ ১৩টি সাক্ষাতে ৯ বার জিতেছে ব্রাজিল। তবে ছন্দে থাকা উরুগুয়েকে হারানো যে সহজ হবে না, জানেন ব্রাজিল শিবিরের প্রত্যেকে।
ব্রাজিল ও উরুগুয়ের শেষ সাক্ষাৎ হয়েছিল গত বছরের অক্টোবরে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের সেই ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়েছিল উরুগুয়ে। আগের ম্যাচে আমেরিকার বিরুদ্ধে গোল করা মাথিয়াস অলিভিয়েরার দিকে অনেকেরই নজর থাকবে। অন্যদিকে ব্রাজিলের সেরা তারকা রাফিনহা।