নৈহাটি: কলকাতা লিগের (CFL 2024) ম্যাচে শনিবার হইচই পড়ে গেল। নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মহমেডান (East Bengal vs Mohun Bagan)। কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচ চালাকালীন আচমকাই দেখা যায়, গ্যালারিতে বন্দুক হাতে নাচানাচি করছেন এক সমর্থক। যা নিয়ে তোলপাড় পড়ে যায়।


ঠিক কী হয়েছিল? 


ম্যাচের বয়স তখন ৫০ মিনিট। রবিনসন সিংহ গোল করে মহমেডান স্পোর্টিংকে এগিয়ে দেন। গোটা গ্যালারি জুড়ে সাদা কালো শিবিরের সমর্থকেরা আনন্দে মাতোয়ারা। তখনই এক সমর্থককে দেখা যায় হাতে বন্দুক নিয়ে নাচছেন। বন্দুকটি দেখতে অনেকটা একে ৪৭-এর মতো। যা দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। টিভিতে যাঁরা খেলা দেখছিলেন, তাঁরাও আশঙ্কা প্রকাশ করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন করতে থাকেন, যেখানে মাঠে সিগারেট বা লাইটার, দেশলাই নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না, সেথানে বন্দুক নিয়ে কেউ মাঠে প্রবেশ করল কীভাবে!


শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে চলছিল ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিংয়ের সুপার সিক্সের ম্যাচ ৷ কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ৷ প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং মানেই ফের কলকাতার ডার্বির স্বাদ ফুটবলপ্রেমীদের জন্য। সাদা কালো শিবির খেতাবি দৌড়ে না থাকলেও শুক্রবারের ম্যাচটি ছিল মহমেডানের কাছে সম্মান রক্ষার লড়াই।


ম্যাচের প্রথমার্ধে বামিয়ার গোলে এগিয়ে যায় মহমেডান স্পোর্টিং। প্রথমার্ধের শেষের দিকে সেই গোল শোধ করে দেয় ইস্টবেঙ্গল৷ দ্বিতীয়ার্ধের শুরুতে রবিনসন সিংহের গোলে ফের এগিয়ে যায় মহমেডান ৷ ঠিক সেই সময়ই দেখা যায় এক দর্শক হাতে বন্দুক নিয়ে নাচানাচি করছেন৷ 


আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা


পরে অবশ্য পুলিশের তরফে জানানো হয়েছে যে, ওই দর্শককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই বন্দুক আসল নয়, ভুয়ো। প্লাস্টিকের খেলনা বন্দুক নিয়ে মাঠে গিয়েছিলেন ওই যুবক। তাঁর অন্য কোনও উদ্দেশ্য ছিল না বলেই জানানো হয়েছে পুলিশের তরফে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, বিষয়টি গুরুতর কিছু নয়।


আরও পড়ুন: বাংলা-গুজরাত যুগলবন্দি আর শাকিবের আত্মঘাতী শটে তছনছ বাংলাদেশ