কলকাতা: চলতি ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) প্রথম তিন ম্যাচে হারের হ্যাটট্রিক। তারপরই ইস্তফা দিলেন ইস্টবেঙ্গল এফসি-র (East Bengal FC) হেড কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। সোমবার দুপুরে এই ঘোষণা করে ক্লাব কর্তৃপক্ষ। জানানো হয়, আপাতত কুয়াদ্রাতের জায়গায় দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ বিনো জর্জ এবং কয়েক দিনের মধ্যেই দলের নতুন হেড কোচের নাম ঘোষণা করবে ক্লাব।
প্রায় দু’মাস আগে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করা সত্ত্বেও আইএসএলের প্রথম তিনটি ম্যাচে হার মানে ইস্টবেঙ্গল এফসি। লিগের শুরুতেই দুই বিদেশি ফুটবলার দিমিত্রি দিয়ামান্তাকস ও সল ক্রেসপো চোট পান। যার ফলে ক্লাবের সমর্থকেরাও ক্ষোভ প্রকাশ করেন।
গত মরশুমে এই কুয়াদ্রাতের হাত ধরেই অবশ্য কলিঙ্গ সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। প্রায় ১২ বছর পর কোনও জাতীয় স্তরের কোনও খেতাব জেতে তারা। তার আগে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপেও রানার্স আপ হয়। আইএসএলেও নক আউট পর্বের দোরগোড়া থেকে ফিরে আসে লাল-হলুদ বাহিনি। কিন্তু এ বার আইএসএলের শুরুতে দল ব্যর্থ হওয়ায় পদত্যাগ করলেন কুয়াদ্রাত। তাঁর এই সাফল্যের প্রশংসা করে ক্লাবের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।
ভারতে কোচিং করানোর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ৫৬ বছর বয়সী কুয়াদ্রাতের। ২০১৬ থেকে ২০১৮—ভারতে তাঁর প্রথম পর্বে কুয়াদ্রাত বেঙ্গালুরু এফসি-র সহকারী কোচের পদে ছিলেন ও তাদের ফেডারেশন কাপ, প্রথম হিরো সুপার কাপ জিততে সাহায্য করেন। সেই সময়ে বেঙ্গালুরু এফসি প্রথম ভারতীয় দল হিসেবে এএফসি কাপের ফাইনালে উঠেছিল।
এর পরে, ২০১৮-য় প্রধান কোচ হিসেবে বেঙ্গালুরু এফসি-র দায়িত্ব নেন তিনি। প্রথম মরশুমেই (২০১৮-১৯) দলকে প্রথম হিরো আইএসএল চ্যাম্পিয়ন করেন কুয়াদ্রাত। তাঁরই প্রশিক্ষণে বেঙ্গালুরু একই মরশুমে লিগসেরা ও ট্রফিজয়ী দুইই হয়। পরের বছর তাঁর প্রশিক্ষণে থাকা বেঙ্গালুরুর দল ফের প্লে-অফে ওঠে। অর্থাৎ, তিনি ভারতে কোচিং করতে এসে বেশিরভাগ ক্ষেত্রে সাফল্যই পেয়েছেন। (সৌ: আইএসএল মিডিয়া)