বুয়েনস আইরেস: আর্জেন্তিনার প্রথম বিশ্বকাপজয়ী দলের কোচ তিনি। বলা হয়, ১৯৭৮ সালে তাঁর হাত ধরেই আর্জেন্তিনা (Argentina Football Team) ফুটবল বিশ্বের মানচিত্র বদলে দিয়েছিল। সেই সিজ়ার লুই মেনোত্তি (Cesar Luis Menotti) প্রয়াত হলেন। ৮৫ বছর বয়সে। রবিবার আর্জেন্তিনার ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়ে সেই দুঃসংবাদ দিয়েছে।


বিবৃতিতে বিশ্বচ্যাম্পিয়ন দেশের ফুটবল সংস্থা লিখেছে, 'গভীর অনুশোচনার সঙ্গে জানাচ্ছি যে, আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী প্রাক্তন কোচ সিজ়ার লুই মেনোত্তি প্রয়াত হয়েছেন।'


কিংবদন্তি কোচের প্রয়াণে মর্মাহত আর্জেন্তিনার কিংবদন্তি লিওনেল মেসি। নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'আমাদের ফুটবলের এক অভিভাবক আমাদের ছেড়ে চলে গেলেন। ওঁর পরিবার ও নিকটাত্মীয়দের সমবেদনা জানাই। ওঁর আত্মার শান্তি কামনা করি।'


দুটি জাতীয় দলের কোচিং করিয়েছেন মেনোত্তি। আর্জেন্তিনা ছাড়াও মেক্সিকোর কোচ ছিলেন তিনি। ৩৭ বছরের কোচিং কেরিয়ারে ১১টি ক্লাবেরও কোচিংও করিয়েছেন। টানা ধূমপান করতেন। ১৯৭৮ সালে বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা। ফাইনালে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতেছিল মেনোত্তির দল। জোড়া গোল করেছিলেন মারিয়ো কেম্পেস। সেই দলের সাফল্যের নেপথ্যে ছিল মেনোত্তির মগজাস্ত্র। ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনার উত্থানও তাঁর হাত ধরেই। ১৯৭৬ সালে মেনোত্তির কোচিংয়েই আর্জেন্তিনা দলে অভিষেক হয়েছিল মারাদোনার। যদিও ১৭ বছর বয়সী মারাদোনাকে বিশ্বকাপের দলে না রাখায় মেনোত্তিকে তুমুল সমালোচনা হজম করতে হয়েছিল।


শীর্ণকায়, ছিপছিপে গড়নের জন্য 'এল ফ্লাকো' তকমা পাওয়া মেনোত্তি আর্জেন্তিনাকে প্রথম বিশ্বকাপ জেতানোর পরের বছর অনূর্ধ্ব-২০ দলকেও জিতিয়েছিলেন যুব বিশ্বকাপ। জাপানে ১৯৭৯ সাল অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছিলেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা। ফাইনালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছিল আর্জেন্তিনা। মেনোত্তির হাত ধরেই সিনিয়রদের বিশ্বকাপের মতো, যুব বিশ্বকাপও সেবারই প্রথম জিতেছিল আর্জেন্তিনা। 


 






মেসির শহর রোজ়ারিওতে ১৯৩৮ সালে জন্ম হয়েছিল মেনোত্তির। ফুটবলার জীবনে স্ট্রাইকার পজিশনে খেলা মেনোত্তি ১৯৬৩ থেকে ১৯৬৮ পর্যন্ত আর্জেন্তিনা জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচও খেলেছেন। ২টি গোল করেন তিনি। খেলোয়াড় জীবনে রোজারিও সেন্ট্রাল, রেসিং ক্লাব, বোকা জুনিয়র্স, স্যান্টোস, য়ুভেন্তাসের মতো দলে খেলেছেন মেনোত্তি। তবে কোচ হিসাবেই বেশি বিখ্যাত ছিলেন তিনি।


আরও পড়ুন: জোড়া সুখবর, প্যারিস অলিম্পিক্সের টিকিট পেল ভারতীয় পুরুষ এবং মহিলা রিলে দল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে