লন্ডন: ইংল্যান্ড থেকে পরের মরশুমে ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে অংশগ্রহণ করার দৌড়ে রয়েছে দুই দলই। সেই ক্লাবদ্বয় চেলসি (Chelsea) এবং নিউক্যাসেল ইউনাইটেডের (Newcastle United) মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল ফুটবলবিশ্ব। ঘরের মাঠে ৩-২ স্কোরলাইনে ম্যাচ জিতে শেষ হাসিটা হাসল কিন্তু চেলসিই। সৌজন্যে দলের তরুণ তারকা কোল পালমার (Cole Palmer)। ব্লুজ়দের হয়ে এদিন তিনি ম্যাচে একটি গোলের পাশাপাশি অ্যাসিস্টও প্রদান করেন।
ম্যাচের শুরুটা চেলসি অনেকটা স্বপ্নের মতোই করে। মাত্র ছয় মিনিটে গোল করে দলকে ম্যাচে এগিয়ে দেন নিকোলাস জ্যাকসন। মালো গুস্তোর ক্রস বোটম্যান ঠিকঠাকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হন এবং তা পালমারের পায়ে চলে যায়। বক্সের ধার থেকে পালমারের শট জ্যাকসন দারুণভাবে ফ্লিক করে নিজের মরশুমের নবম গোলটি করে ফেলেন। এটিই ঘরের মাঠে ২০১৮ সালের ডিসেম্বর মাসের পর চেলসির দ্রুততম গোল।
ম্যাচে চেলসি নিজেদের দাপট বজায় রেখেছিলই। ৩৬ মিনিটে তারকা অ্যান্থনি গর্ডন চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লে নিউক্যাসেল আরও একটি ধাক্কা খায়। তবে আশাহত না হয়ে প্রথমার্ধ শেষের আগে ম্যাচে নিজেদের প্রথম শটেই গোল করে নিউক্যাসেল। চেলসি ফুটবলাররা মাঝমাঠে ব্রুনো গিমারেশের কাছে বল জমা দিলে ব্রাজিলিয়ান মিডফিল্ডার তা অ্যালেকজান্ডার ইসাকের দিকে বাড়িয়ে দেন। তরুণ ফরোয়ার্ড গোল করতে কোনও ভুল করেননি। জ্যাকসন প্রথমার্ধ শেষের আগে চেলসির হয়ে আবারও লিড এনে দেওয়ার চেষ্টা করেন। তবে অফসাইডের জন্য তাঁর গোল বাতিল হয়।
দ্বিতীয়ার্ধেও চেলসির দাপট বজায় থাকে। পালমার এবং গুস্তো জুটি নিউক্যাসেলকে বেশ চাপে ফেলে। ম্যাচের ৫৭ মিনিটে এনজ়ো ফার্নান্ডেজের পাস থেকে বক্সের বাইরে থেকেই জোরাল শটে গোল করেন পালমার। নিউক্যাসেলের হয়ে দীর্ঘকায় ডিফেন্ডার ড্যান বার্নের কাছে দলকে সমতায় ফেরানোর সুযোগ এসেছিল। তবে মিগুয়েল অ্যালমিরনের ফ্রি-কিক থেকে তিনি হেডার ঠিক জায়গায় রাখতে পারেননি। পরিবর্তে ৭৫ মিনিটে দুরন্ত স্কিল দেখিয়ে চেলসিকে এগিয়ে দেন মুর্ডক।
৯০ মিনিটের জোরাল শটে গোল করে শেষ কিছুক্ষণের জন্য জেকাব মার্ফি লন্ডনের দলকে চাপে ফেলে বটে। তবে চেলসি ৩-২ স্কোরেই ম্যাচ জিতে নেয়। এই জয়ের সুবাদে নিউক্যাসেলের থেকে এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পিছনেই ১১ নম্বরে লিগ তালিকায় রয়েছে মরেসিও পচেত্তিনোর চেলসি দল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: গোল করলেন, ফাঁকা জালে বল জড়াতে ব্যর্থও হলেন রোনাল্ডো, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল তাঁর দল