ফ্লোরিডা: কোপা আমেরিকায় (Copa America 2024) নিজেদের প্রথম ম্য়াচে জয় দিয়ে অভিযান শুরু করল উরুগুয়ে (Uruguay)। পানামার (Panama) বিরুদ্ধে একপেশে লড়াইয়ে ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল তারা। দলের হয়ে গোল করলেন ম্যাক্সিমিলান আরাউজো, ডারউইন নুনেজ ও মাতিয়াস বিনা। গ্রুপ সি-র এই ম্য়াচটি আয়োজিত হয়েছিল ফ্লোরিডায়। ১৫ বারের কোপা জয়ী উরুগুয়ে প্রথম ম্য়াচেই যে পারফর্ম করল, তা কিন্তু বাকি দলগুলোকে ভাবাবে। 


খেলার শুরুতেই আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে নেমেছিল মার্সেলো বিয়েলসার দলটি। ১৫ মিনিটের মাথায় প্রথমে ম্যাক্সিমিলান আরাউজোর গোলে এগিয়ে যায় উরুগুয়ে। এরপর পুরো ম্য়াচ জুড়েই বিপক্ষের বক্সে হানা দিচ্ছিলেন নুনেজ, পেলিস্ত্রিরা। কিন্তু গোলের মুখ খুলতে পারেননি তাঁরা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে পানামা শুরুতে কিছুটা লড়াই করলেও উরুগুয়ের ডিফেন্স ভাঙা তাদের কাছেই একপ্রকার অসাধ্য ছিল। শেষে কাউন্টার অ্যাটাকে ডারউইন নুনেজ উরুগুয়ের হয়ে দ্বিতীয় গোল করেন। তার ছয় মিনিটের মাথায় অতিরিক্ত সময়ে ভিনার গোলে উরুগুয়ে আরও ব্যবধান বাড়ান। খেলা শেষের বাঁশি বাজার আগে পানামার হয়ে একমাত্র গোলশোধ করেন মাইকেল আমির মুরিলো। তবে দলের হার বাঁচানোর জন্য তা একেবারেই যথেষ্ট ছিল না। 


 






এদিন গোটা ম্য়াচে উরুগুয়ে কতটা দাপটের সঙ্গে খেলেছে, তা পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। মোট ২০টি শট করেছিলেন তারা। তার মধ্যে ৮টি অন টার্গেট ছিল। গোটা ম্য়াচে বল পজিশনও প্রায় ৫৫ শতাংশ ছিল উরুগুয়ের দখলে। মোট ৯টি কর্নার পেয়েছে উরুগুয়ে। যদিও কর্নার থেকে গোলের মুখ খুলতে পারেনি তারা। 


এদিকে কোপা আমেরিকার অন্য় ম্য়াচে বলিভিয়াকে হারিয়ে দিল যুক্তরাষ্ট্র। ২-০ গোলে জয় ছিনিয়ে নিল আয়োজক দেশ। টেক্সাসে আয়োজিত এই ম্য়াচে খেলার শুরুতেই ক্রিশ্চিয়ান পুলিসিচের গােলে এগিয়ে যায় ইউএসএ। ৩ মিনিটের মাথায় গোল করেন পুলিসিচ। প্রথমার্ধের বাঁশি বাজার আগে আরও এক গোলে ব্যবধান বাড়িয়ে নেয় যুক্তরাষ্ট্র। এবার গোল করেন ফোলারিন। ৪৪ মিনিটের মাথায় গোল করেন তিনি। খেলার দ্বিতীয়ার্ধে আর কোনও দল গোল করতে পারেনি।