মায়ামি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে ৪৮তম কোপা আমেরিকার আসর (CONMEBOL Copa America 2024)। লিওনেল মেসিদের আর্জেন্তিনার সামনে খেতাব ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ। ফুটবলের মহাতারকাদের দেশের জার্সি গায়ে মাঠ কাঁপাতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।
কোথায় আয়োজিত হবে এই বারের কোপা আমেরিকা? কতগুলি দল অংশ নেবে? ভারতীয় সময় অনুযায়ী কখন, কোথায় দেখা যাবে ম্যাচগুলি? কোন দলই বা কোন গ্রুপে রয়েছে, এক নজরে কোপা আমেরিকা ২০২৪-র খুঁটিনাটি
২৫দিনের এই টুর্নামেন্টে লাতিন আমেরিকার দলগুলির পাশাপাশি এবারে কিন্তু উত্তর আমেরিকার ছয়টি দলও বিশেষ আমন্ত্রণ পেয়ে অংশগ্রহণ করবে। ২০১৬ সালের পর এই নিয়ে মাত্র দ্বিতীয়বার ১৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। চার দলের চারটি গ্রুপে এই ১৬টি দলকে ভাগ করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে রমরমিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর চলছেই। সেই যুক্তরাষ্ট্রেই বসবে এই টুর্নামেন্টেরও আসর। ১৪টি ভিন্ন ভিন্ন শহরে খেলা হবে মোট ৩২টি ম্যাচ।
গ্রুপ বিন্যাস:-
গ্রুপ 'এ'- আর্জেন্তিনা, পেরু, চিলি, কানাডা
গ্রুপ 'বি'- মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জামাইকা
গ্রুপ 'সি'- যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ 'ডি'-ব্রাজিল, কলম্বিয়া, কোস্টা রিকা, প্যারাগুয়ে
স্টেডিয়াম:-
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম (আটলান্টা), হার্ড রক স্টেডিয়াম (মায়ামি), ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়াম (শার্লট), মেটলাইফ স্টেডিয়াম (নিউ জার্সি), ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম (অরল্যান্ডো), এটি অ্যান্ড টি স্টেডিয়াম (আর্লিংটন), কিউ২ স্টেডিয়াম (অস্টিন), এনআরজি স্টেডিয়াম (হাউস্টন), অ্যারোহেড স্টেডিয়াম (ক্যানসাস সিটি, মিসউরি), চিলড্রেনস মার্সি পার্ক স্টেডিয়াম (ক্যানসাস সিটি, ক্যানসাস), স্টেট ফার্ম স্টেডিয়াম (গ্লেনডেল, অ্যারিজ়োনা), সোফি স্টেডিয়াম (ইঙ্গেলউড, ক্যালিফোর্নিয়া), লিভাইস স্টেডিয়াম (স্যান্টা ক্লারা, ক্যালিফোর্নিয়া), অ্যালিজিয়ান্ট স্টেডিয়াম (লাস ভেগাস)
পূর্ণাঙ্গ সূচি:-
ম্যাচের তারিখ | ম্যাচ | ম্যাচের ভারতীয় সময় |
২১ জুন | আর্জেন্তিনা বনাম কানাডা | ভোর ৫.৩০ |
২২ জুন | পেরু বনাম চিলি | ভোর ৫.৩০ |
২৩ জুন | ইকুয়েডর বনাম ভেনিজুয়েলা | ভোররাত ৩.৩০ |
২৩ জুন | মেক্সিসো বনাম জামাইকা | সকাল ৬.৩০ |
২৪ জুন | যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়া | ভোররাত ৩.৩০ |
২৪ জুন | উরুগুয়ে বনাম পানামা | সকাল ৯.৩০ |
২৫ জুন | কলম্বিয়া বনাম প্যারাগুয়ে | ভোররাত ৩.৩০ |
২৫ জুন | ব্রাজিল বনাম কোস্টা রিকা | সকাল ৬.৩০ |
২৬ জুন | পেরু বনাম কানাডা | ভোররাত ৩.৩০ |
২৬ জুন | চিলি বনাম আর্জেন্তিনা | সকাল ৬.৩০ |
২৭ জুন | ইকুয়েডর বনাম জামাইকা | ভোররাত ৩.৩০ |
২৭ জুন | ভেনিজুয়েলা বনাম মেক্সিকো | সকাল ৬.৩০ |
২৮ জুন | পানামা বনাম যুক্তরাষ্ট্র | ভোররাত ৩.৩০ |
২৮ জুন | উরুগুয়ে বনাম বলিভিয়া | সকাল ৬.৩০ |
২৯ জুন | কলম্বিয়া বনাম কোস্টা রিকা | ভোররাত ৩.৩০ |
২৯ জুন | প্যারাগুয়ে বনাম ব্রাজিল | সকাল ৬.৩০ |
৩০ জুন | আর্জেন্তিনা বনাম পেরু | ভোর ৫.৩০ |
৩০ জুন | কানাডা বনাম চিলি | ভোর ৫.৩০ |
১ জুলাই | মেক্সিকো বনাম ইকুয়েডর | ভোর ৫.৩০ |
১ জুলাই | জামাইকা বনাম ভেনিজুয়েলা | ভোর ৫.৩০ |
২ জুলাই | বলিভিয়া বনাম পানামা | সকাল ৬.৩০ |
২ জুলাই | যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে | সকাল ৬.৩০ |
৩ জুলাই | ব্রাজিল বনাম কলম্বিয়া | সকাল ৬.৩০ |
৩ জুলাই | কোস্টা রিকা বনাম প্যারাগুয়ে | সকাল ৬.৩০ |
৫ জুলাই | গ্রুপ এ উইনার বনাম গ্রুপ বি রানার্স আপ | সকাল ৬.৩০ |
৬ জুলাই | গ্রুপ বি উইনার বনাম গ্রুপ সি রানার্স আপ | সকাল ৬.৩০ |
৭ জুলাই | গ্রুপ সি উইনার বনাম গ্রুপ ডি রানার্স আপ | ভোররাত ৩.৩০ |
৭ জুলাই | গ্রুপ ডি উইনার বনাম গ্রুপ সি রানার্স আপ | সকাল ৬.৩০ |
১০ জুলাই | সেমিফাইনাল ১ | সকাল ৫.৩০ |
১১ জুলাই | সেমিফাইনাল ২ | সকাল ৫.৩০ |
১৪ জুলাই | তৃতীয় স্থানের লড়াই | সকাল ৫.৩০ |
১৫ জুলাই | ফাইনাল | সকাল ৫.৩০ |
ভারতে কোপা আমেরিকার ম্যাচগুলি কোনও চ্যানেল বা ওয়েবসাইটে দেখানোর কথা এখনও পর্যন্ত সরকারিভাবে অন্তত ঘোষণা করা হয়নি।
ঘটনাক্রমে, আট বছর আগেও এই যুক্তরাষ্ট্রেই বসেছিল ১৬ দলের কোপা আমেরিকার আসর। ফের একবার সেখানেই মেগা টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। মেগা টুর্নামেন্টে যেহেতু উত্তর আমেরিকার ছয়টি দলও রয়েছে, সেই কারণে কনমেবলের পাশাপাশি কনকাফাও যুগ্মভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে। তিন বছর আগের মতো মেসিদের হাতেই আবার খেতাব উঠবে, না অন্য কোন দেশ জিতবে কোপা আমেরিকা ২০২৪? সেটাই দেখার অপেক্ষা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রথম ম্য়াচেই নামছে জার্মানি, ভারতের মাটিতে কখন দেখবেন ইউরো কাপ? জেনে নিন খেলার পূর্ণাঙ্গ সূচি