ক্যারোলিনা: উরুগুয়েকে ১-০ হারিয়ে কোপা আমেরিকার (URU vs COL) ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে কলম্বিয়া। কিন্তু কোপার দ্বিতীয় সেমিফাইনালের পরেই হতাশাজনক দৃশ্যের সাক্ষী থাকে ফুটবলবিশ্ব। কলম্বিয়ার সমর্থকদের বিরাট ঝামেলায় জড়িয়ে পড়েন উরুগুয়ের (Uruguay Football Team) ফুটবলাররা। এবার গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করল লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল (CONMEBOL)।


কলম্বিয়া বনাম উরুগুয়ে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের রেশ মাঠ ছাড়িয়ে স্ট্যান্ডেও ছড়িয়ে পরে। উরুগুয়ের তারকা স্ট্রাইকার ডারউইন নুনিয়েজ়কে তো রীতিমতো কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে ঘুষোঘুষি করতে দেখা যায়। নিজের পরিবারদের রক্ষার্থেই এমন করা হয়েছে বলে খেলোয়াড়দের পক্ষে দবি করা হয়েছে। গোটা ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। এবার সেই ঘটনার গোড়ায় পৌঁছতে, তদন্ত শুরু করল লাতিন আমেরিকার সর্বোচ্চ ফুটবল ফেডারেশন।


কনমেবল এক বিবৃতিতে জানায়, 'কলম্বিয়া ও উরুগুয়ের জাতীয় দলের ম্যাচের পর কী কারণে ঝামেলা শুরু হয় এবং ঠিক কী কী হয়েছিল এবং কারা কারা এই ঘটনায় কী করেছিল, সেই বিষয়ে বুঝতে কনমেবলের নিয়মরক্ষা কমিটি এই নিয়ে তদন্ত শুরু করেছে। কোপা আমেরিকা ফাইনাল গোটা বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী দেখবে। এই উৎসবে খেলোয়াড় এবং সমর্থক, দুইয়ের সমান প্রয়োজন। তাই ফাইনালের আগে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এই ফুটবল উৎসবকে কলুষিত করার কোনওরকম প্রয়াসই বরদাস্ত করা হবে না। ফুটবল এবং নিজের দলের প্রতি ভালবাসার হিংসায় রূপান্তরিত হওয়া একেবারেই গ্রহনযোগ্য নয়। তাই এই টুর্নামেন্টের মর্যাদা খর্ব হয়, এমন কিছুই মেনে নেওয়া হবে না।'


ম্যাচ শেষে উরুগুয়ের তারকা ফুটবলার জোসে হিমিনেজ় বলেন, 'আপনাদেরকে আমি এই গোটা বিষয়টা নিয়ে আগেভাগে বলে দিই, কারণ ওরা আমাদের মুখ বন্ধ করতে চায়। চায় যাতে আমরা এই বিষয়ে কথা না বলি। কিন্তু এখানে পরিস্থিত বড় বিপর্যয়ের দিকে এগোচ্ছে। আমাদের পরিবাররা স্ট্যান্ডে রয়েছে। সদ্যোজাতরা রয়েছে। কোনও পুলিশই ছিল না, তাই আমাদের নিজেদেরই স্ট্যান্ডে গিয়ে আমাদের পরিবারদের রক্ষা করতে হয়েছে। এটা দুই তিনজন ব্যক্তির জন্য হয়েছে যারা অতিমাত্রায় মদ্যপ অবস্থায় নিজেদের সামলাতে পারেননি।'


ফাইনালে না পৌঁছলেও, কলম্বিয়ার আরেকটি ম্যাচ বাকি। তাঁরা তৃতীয় স্থানের লড়াইয়ে কানাডার বিরুদ্ধে মাঠে নামবে। সেই ম্যাচের আগে এই ঘটনার মীমাংসা হয় কি না, সেটাই দেখার বিষয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আর্জেন্তিনা আর রেকর্ড সংখ্যক খেতাবের মাঝে দাঁড়িয়ে জায়ান্ট কিলার কলম্বিয়া