মায়ামি: হার্ড রক স্টেডিয়ামের বাইরে বেনজির দৃশ্য। হাজার হাজার মানুষ টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করলেন। সকলেই আর্জেন্তিনা বনাম কলম্বিয়া (ARG vs COL) কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ দেখতে চান। আর তা নিয়েই চরম বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা।


যে কারণে নির্দিষ্ট সময়ে আর্জেন্তিনা বনাম কলম্বিয়া ফাইনাল ম্যাচ শুরুই করা গেল না সময়ে। সোমবার ভারতীয় সময় ভোর ৫.৩০ এ শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে স্টেডিয়ামের বাইরে বিরল পরিস্থিতির জন্য দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ামক সংস্থা কনমেবল ঘোষণা করে যে, ম্যাচ ৩০ মিনিট দেরিতে শুরু করা হবে। স্থানীয় সময় রাত ৮টার পরিবর্তে ম্যাচ শুরু হবে ৮.৩০-এ। অর্থাৎ, ভারতীয় সময় সকাল ৬টায়।


কিন্তু পরিস্থিতি সামাল দিতে এমনই হিমশিম খেল পুলিশ ও মায়ামির প্রশাসন যে, নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পরে শুরু হচ্ছে ম্যাচ। এই প্রতিবেদন লেখার সময় আর্জেন্তিনা ও কলম্বিয়া, দুই দলের ফুটবলাররা মাঠে নেমেছেন। চলছে জাতীয় সঙ্গীত। ভারতীয় সময় সকাল ৬.৫০ মিনিট নাগাদ শুরু হবে ম্যাচ।


 






আমেরিকার প্রথম সারির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে স্টেডিয়ামের গেট বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তাতে হয়রানি বাড়ে যাঁদের বৈধ টিকিট রয়েছে, তাঁদের। সকলকেই মাঠের বাইরের হুড়োহুড়িতে আটকে পড়তে হয় ঘণ্টার পর ঘণ্টা। প্রবল গরমের মধ্যে। এমনকী, পানীয় জলও ছিল না অনেকের কাছে। আটকে পড়ে অনেক শিশুও। অসুস্থ বোধ করতে থাকেন বেশ কিছু ফুটবলপ্রেমী। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কাতারে কাতারে মানুষ দৌড়ে মাঠে ঢোকার চেষ্টা করছেন।


আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ২-১ হারিয়ে রেকর্ড চতুর্থবার ইউরো চ্যাম্পিয়ন স্পেন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।