বার্লিন: জার্মানির রাজধানী বার্লিনের অলম্পিস্টাডিয়নে হ্যারি কেনের (Harry Kane) সাতে সাত। তবে আনন্দের নয়, এই পরিসংখ্যান ইংল্যান্ড অধিনায়কে জন্য বড় বেদনার। ফাইনালের আগে কেন সাফ বলেছিলেন নিজের ব্যক্তিগত সব পুরস্কার কৃতিত্বের বদলে যদি ইউরো জেতার স্বাদ মেলে, তাহলে তিনি সেটা করতেও রাজি। তবে পারলেন না তিনি। ফের এক ফাইনাল শেষে খালি হাতে চরম বেদনায় মাঠ ছাড়তে হল থ্রি লায়ান্সের নেতাকে।


বিশ্বের সর্বসেরা স্ট্রাইকারদের মধ্যে অন্যতম। তবে দলগত ট্রফি জয়ের ভাঁড়ার শূন্য। সেই খরা কাটাতেই মাঠে নেমেছিলেন কেন। কিন্তু নাগাড়ে সপ্তমবার রানার্স আপের মেডেল গলায় ঝুলিয়েই সন্তুষ্ট থাকতে হল ইংল্যান্ডের স্ট্রাইকারকে। উয়েফা ইউরোর ফাইনালে (UEFA Euro 2024 Final) ২-১ স্পেনের কাছে হারল ইংল্যান্ড (ESP vs ENG) ফের একবার হাতে এল কেবল ব্যক্তিগত পুরস্কার। তিন গোল করে যুগ্মভাবে হলেন ইউরোর গোল্ডেন বুটজয়ী।


কোথায় হারতে হল দলকে? ম্যাচ শেষে আত্মবিশ্লেষণের পর কেন জানালেন তাঁরা ম্যাচে সমতায় ফিরেও স্পেনের ওপর চাপ বজায় রাখতে পারেনি। ক্লান্ত হয়ে গিয়েছিলেন তাঁরা। ইউরো ফাইনালের পর এক সাক্ষাৎকারে ইংল্যান্ড অধিনায়ক বলেন, 'গোলের পর আমরা সমানভাবে চাপ তৈরি করতে পারেনি। স্পেনের বিরুদ্ধে সেই সমান উদ্যম নিয়ে খেলতে পারিনি। এটা টুর্নামেন্টের একেবারে শেষ পর্যায়ে। আমরা সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভীষণ ক্লান্ত। এর জেরেই আমরা একাগ্রতা ধরে রাখতে পারিনি এবং আবারও গোল হজম করি। ম্য়াচে গুরুত্বপূর্ণ সময়ে কে কেমন খেলে, তাতেই ভাগ্য নির্ধারণ হয়। শেষের দিকে আমরা বড় সুযোগ পেয়েছিলাম, কিন্তু গোললাইন সেভ করে স্পেন। গোলটা হলে ফলাফল ভিন্ন হতো হয়তো। সত্যিই গোটা বিষয়টা খুবই হতাশাজনক।'


ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই মনে করছেন এটাই তাঁর থ্রি লায়ান্সের কোচ হিসাবে সম্ভবত শেষ ম্যাচ হতে পারে। তাঁর জন্যই কেনরা বেশি করে ইউরো খেতাব জিততে চাইছিলেন। 'এই ফাইনালগুলিতে পৌঁছনো একেবারেই মুখের কথা নয়। মানসিক দৃঢ়তা, প্রচুর খাটা খাটনির প্রয়োজন হয়। তবে দিনের শেষে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি এবং সেটাই পার্থক্য গড়ে দিল। বিষয়টা খুবই বেদনাদায়ক এবং বহুদিন এর ক্ষত বয়ে বেড়াতে হবে। আমরা গ্যারেথের জন্য এটা জিততে চেয়েছিলাম। ওর জন্যই আমরা খেতাব জিততে বদ্ধপরিকর ছিলাম।' জানান কেন।


দুভার্গ্যবশত প্রথম দল হিসাবে একাধিক ইউরো ফাইনালে পরাজিত হল ইংল্যান্ড। এরপর দলের ভবিষ্যৎ কী , সেটাই দেখার।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: নাগাড়ে দ্বিতীয় বছর জকোভিচকে হারিয়ে ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন আলকারাজ়, জিতলেন উইম্বলডন