হায়দরাবাদ: গত বছরের শুরুতেই সৌদির আল নাসের (Al Nasser) ক্লাবে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগিজ ফুটবল সুপারস্টার সৌদি প্রো লিগে খেলেন এখন। তাঁর সঙ্গে বার্ষিক ২০০ মিলিয়ন ডলারে চুক্তি হয়েছে ক্লাবের। শুধু ফুটবলার হিসেবেই নন, সৌদি আরবের সংস্কৃতির ব্র্যান্ড অ্য়াম্বাসেডর হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন। ২০৩০ সালের মধ্যে দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য।
এরই মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে রোনাল্ডো ও তাঁর স্ত্রী জর্জিনা রডরিগেজ একটি মক্কায় সাদা পোশাকে। খবর ছড়িয়েছে যে রোনাল্ডো ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। একজন তাঁর এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন। ও লিখেছেন, ''মাশাআল্লাহ! বিশ্বের অন্য়তম জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তাঁর স্ত্রী-কে নিয়ে হারাম শারিফে নামাজ পড়ছেন।''
অনুসন্ধান চলল
নিউজমিটারের ফ্যাক্ট চেক ডেস্কের পক্ষ থেকে এই তথ্য যাচাই করার জন্য গুগল কিওয়ার্ড রিসার্চ করা হয়েছিল। জানা গেল যে, ছবিটি আসলে ভুয়ো। এটা পুরোটাই AI-র কারসাজি। যেভাবে ছবিটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে ইসলাম ধর্মের মানুষরা যেভাবে প্রার্থনা করেন, সেভাবেই রয়েছেন রোনাল্ডো। কিন্তু ছবিটি ভুয়ো। তার কারণ, মুসলিম ধর্মাবলম্বীরা সাধারণ 'কাব্বা' সামনে তাকিয়ে প্রার্থনা করে থাকেন। কিন্তু রোনাল্ডোকে ও তাঁর স্ত্রী জর্জিনাকে দেখা যাচ্ছে যে 'কাব্বা'-র থেকে দূরে সরে প্রার্থনা করছেন।
ছবিটি ভাল করে পরীক্ষা করে দেখা গিয়েছে যে একটি ছবিতে রোনাল্ডোর হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। আর একইসঙ্গে জর্জিনাকেও কেমন যেন বিকৃত। এরপরই আমরা সেই ছবিটি নিয়ে এআই ডিটেকশন টুলে ফেলে ট্রু মিডিয়ার মারফৎ পরীক্ষা করে দেখা গিয়েছে যে ছবিটি AI দিয়ে তৈরি। ছবিটি যে AI-এর কারসাজি, তা ৯৭.১ শতাংশ নিশ্চিত হওয়া গিয়েছে। এছাড়াও আমরা রোনাল্ডো আদৌ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কি না এমন খবর খুঁজেছিলাম, কিন্তু কিছু পাওয়া যায়নি প্রামান্য তথ্য। ফলে আমরা নিশ্চিত হতে পেরেছি যে ছবিটি পুরো ভুয়ো।
ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউজমিটারের ফ্যাক্ট চেক ডেস্ক এবং শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।
আরও পড়ুন: UPI-তে ২০০০ টাকার বেশি লেনদেনে দিতে হবে ট্যাক্স ? সত্যিটা জানুন