নয়াদিল্লি: বিশ্বের সর্বকালের সর্বসেরা ফুটবলারের প্রসঙ্গ উঠলেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নাম উঠে আসবেই। পেশাদার ফুটবলে তাঁর থেকে অধিক গোল করার কৃতিত্ব আর কারুর নেই। একুশ শতকের গোটাটা জুড়েই তিনি না লিওনেল মেসি (Lionel Messi), কে সেরা ফুটবলার, সেই নিয়ে জোর চর্চা চলেছে এবং দুই তারকাই ইউরোপ ছাড়লেও সেই বিবাদ এখনও চলছে। এরই মাঝে রোনাল্ডোর দাবি তিনিই সর্বকালের সবথেকে 'কমপ্লিট' ফুটবলার।
অতীতে নিজেকেই বারংবার সেরা বলে দাবি করে এসেছেন 'সিআর৭'। তবে এবার যেন সেই তত্ত্ব থেকে খানিকটা সরে আসলেন আবার একইসঙ্গে নিজেকে সেরার শিরোপাও দিলেন। কেউ অন্য কাউকে সেরা ফুটবলার বলতেই পারেন, তবে তাঁর মতে, 'আমার মতে সর্বকালের সবথেকে কমপ্লিট ফুটবলার আমি। লোকজনের মেসি, মারাদোনা বা পেলেকে পছন্দ হতেই পারে এবং আমি সেটাকে সম্মানও করি। তবে আমি সবথেকে কমপ্লিট। আমি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। আমি ফুটবল ইতিহাসে আমার থেকে ভাল কাউকে দেখিনি এবং নিজের মন থেকেই এটা বলছি।'
তাঁর ও মেসির সম্পর্ক নিয়ে অতীতে অনেক জলঘোলা হয়েছে। তবে রোনাল্ডোর দাবি তাঁর ও মেসির মধ্যে কোনওদিনই খারাপ সম্পর্ক ছিল না। 'আমার আর মেসির সম্পর্ক কোনওদিনই খারাপ ছিল না। আমরা ১৫ বছর ধরে বিভিন্ন পুরস্কারের মঞ্চ ভাগ করেছি এবং সবসময়ই আমাদের সুসম্পর্কই ছিল। আমার মনে আছে আমি ইংরেজিতে বিভিন্ন কথা ওকে অনুবাদ করে বলতাম। গোটা বিষয়টা কিন্তু বেশ মজাদার ছিল। আমরা নিজেদের ক্লাব এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করি এবং সেরাটা দিয়েছি। একটা সময় ও যে কটা ম্যাচ খেলা সম্ভব, সবকটা খেলত এবং আমিও তাই করতাম। আমাদেরটা সুস্থ লড়াই ছিল।'
এরপরেই তাঁকে প্রশ্ন করা হয় তিনিই কি সর্বকালের সেরা ফুটবলার? এর জবাবে রোনাল্ডো বলেন, 'কিছু কিছু জিনিসের কোনও মানে হয় না। একজন গোলস্কোরারের মানে কী? যিনি জালে বল জড়ান। আমার মতে আমি সর্বকালের সবথেকে কমপ্লিট প্লেয়ার। ফুটবলে যা যা করণীয় আমি সবটাই করি। আমার হেডার ভাল, আমি ভাল ফ্রি-কিক নিই। আমার বাঁ-পা, ডান পা দুটোই আছে। আমি শক্তিশালী। আমি আমার থেকে ভাল ফুটবলার দেখিনি।'
আরও পড়ুন: মেসির কারণেই সঙ্গী জর্জিনার ওপর বিধিনিষেধ আরোপ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?