নয়াদিল্লি: বয়স ৪০ ছুঁই ছুঁই। চলতি উয়েফা ইউরোর (UEFA Euro 2024) প্রথম ম্যাচে মাঠে নেমেই গড়েছেন ইতিহাস। তবে আর নয়। এবারের ইউরো কাপই তাঁর কেরিয়ারের শেষ ইউরো হতে চলেছে বলে স্পষ্ট জানিয়ে দিলেন পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। 


সদ্য এক সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকা জানান, 'এটা নিঃসন্দেহে আমার শেষ ইউরো কাপ হতে চলেছে।' প্রি-কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন রোনাল্ডো। নিজের শেষ ইউরোয় ছিটকে যাওয়ার ভয় থেকেই কি তিনি আবেগঘন হয়ে পড়েছিলেন? রোনাল্ডো অবশ্য এই তত্ত্ব সরাসরি নাকচ করে দেন। তাঁর দাবি, 'আমি কিন্তু এইজন্য আবেগঘন হয়ে পড়িনি। ফুটবল আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, এই খেলার প্রতি আমি কতটা উদ্যমী, আমার সমর্থক, পরিবার, সাধারণ জনগণের আমার প্রতি ভালবাসা মনে করে আবেগঘন হয়ে পড়েছিলাম।'


 






রোনাল্ডো আরও যোগ করেন, 'ফুটবল ছাড়ার বিষয়টা আমায় ভাবায় না। আমার আর কী করা, বা ট্রফিটাই বা জেতা বাকি রয়েছে? এটা হলে ভাল হত, ওটা নেই কেন, সেই চিন্তাভাবনা আমি করি না।' তবে রোনাল্ডো অতিরিক্ত সময়ে গোল করে পর্তুগালকে জেতাতে না পারলেও, রাউন্ড অফ ১৬-এর লড়াইয়ে স্লোভেনিয়ার বিরুদ্ধে শেষ হাসিটা কিন্তু পর্তুগালই হাসে। পেনাল্টি শ্যুট আউটে কিন্তু গোল করতে ভুল করেননি 'সিআর৭'। তবে এই ম্যাচে পর্তুগিজদের নায়কের নাম দিয়োগো কোস্তা।


স্লোভেনিয়ার বিরুদ্ধে গোলশূন্য ম্যাচের পর পেনাল্টি শ্যুট আউট তিন তিনটে সেভ। আর তাতেই তৈরি হল ইতিহাস। এই প্রথম ইউরোর শ্যুট আউটে তিনটি পেনাল্টি সেভ করল কোনও গোলরক্ষক। আর দিয়োগো কোস্তার সুবাদেই পর্তুগালের দ্বিতীয়বার মহাদেশ সেরা হওয়ার স্বপ্ন জিইয়ে রইল। অবশ্য স্লোভেনিয়াকে হারালেও শেষ আটে রোনাল্ডোর প্রতিপক্ষ কিন্তু বেশ কঠিন। কিলিয়ান এমবাপেদের ফ্রান্সের মুখোমুখি হতে হবে পর্তুগালকে। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের দেখার জন্য কিন্তু ফুটবলপ্রেমীর অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার ৬ জুলাই পর্তুগাল-ফ্রান্সের মহারণ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কবে মাঠে নামবে ব্রাজিল, আর্জেন্তিনা? রইল সূচি