রিয়াদ: বিগত ২১ ম্যাচ ধরে তাঁদের কেউ হারাতে পারেনি। মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) গোলে করে দলকে এগিয়ে দেওয়ার পর আল নাসরের (Al Nassr) সমর্থকরা মনে করেছিলেন সেই রেকর্ড হয়তো অব্যাহতই থাকবে। তবে সে গুড়ে বালি। ২-১ স্কোরলাইনে আল নাসরকে মরশুমের প্রথম পরাজয় উপহার দিল আল কাদিশিয়া (Al Qadsiah)। দলের হয়ে জয়সূচক গোলটি করলেন পিয়ের এমরিক অবামেয়াং (Pierre-Emerick Aubameyang)। 


ম্যাচের ৩২ মিনিটের মাথায় রোনাল্ডো চলতি মরশুমে নিজের সপ্তম লিগ গোলে দলকে এগিয়ে দেন। তালিস্কার ক্রস ধরতে গিয়ে ভুল করেন কাদিশিয়া কিপার ক্যাস্টিলস। সেই ভুলের বড় মাশুল গুনতে হয়। চটজলদি রোনাল্ডো সেই সুযোগে বল জালে জড়িয়ে দিয়ে দলকে এগিয়ে দেন 'সিআর৭'। তবে আল নাসরের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ঠিক মিনিট পাঁচেক পরেই জুলিয়ান কুইননেস কাদিশিয়ার হয়ে ম্যাচে সমতা ফেরান। তুর্কি আল আম্মার ক্রস থেকেই মেক্সিকান উইঙ্গার গোল করেন।  


 






মেক্সিকান তারকা কিন্তু জয়সূচক গোলেও বড় ভূমিকা পালন করেন। ন্যাথিয়ান নান্ডেজের পাস থেকে অবামেয়াংয়ের জন্য দুরন্ত বল বাড়ান। গ্যাবোন তারকা গোল করতে কোনও ভুল করেননি। এই ম্যাচে পরাজয়ের ফলে আপাতত তিন নম্বরেই থাকলেও, পাঁচে থাকা আল কাদিশিয়াও সমান সংখ্যক পয়েন্টে পৌঁছে গেল। দুই দলই বর্তমানে গত বারের চ্যাম্পিয়ন তথা লিগ লিডার আল হিলালের থেকে আপাতত ছয় পয়েন্টে পিছিয়ে রয়েছে।


অপরদিকে, রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী, লিওনেল মেসিকে হয়তো ফের একবার ভারতে খেলতে দেখা যাবে। তাও আবার ১৪ বছর পর। ভারতে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে আর্জেন্তিনা। সেই দলে থাকার কথা মেসিরও। বুধবার এমনই জানিয়েছেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমন। কেরল সরকারের তত্ত্বাবধানে এই ম্যাচের আয়োজন করা হবে। সাংবাদিক সম্মেলন করে কেরলের ক্রীড়ামন্ত্রী বলেছেন, 'এই বড় ফুটবল ম্যাচ আয়োজন করতে আর্থিক সাহায্য করবেন রাজ্যের শিল্পপতিরা।' তবে মেসি ম্যাচের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন কেরলের ক্রীড়ামন্ত্রী। সূত্রের খবর, শুধু কেরলে নয়, কলকাতাতেও আসতে পারেন মেসি। এবার দেখার তেমনটা হয় কি না।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দুই ম্যাচে জয়হীন জামশেদপুরকে হারিয়ে লিগ শীর্ষে পৌঁছনোর হাতছানি মোহনবাগানের সামনে