লাইপজিং: আজ উয়েফা ইউরোর (UEFA Euro 2024) গ্রুপ 'এফ'-র ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। অর্থাৎ আজই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) মাঠে নামবেন, প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র (POR vs CZE)। এই ম্যাচে স্বাভাবিকভাবেই সবার নজর থাকবে পর্তুগিজ অধিনায়ক রোনাল্ডোর দিকেই। ম্যাচে মাঠে নামলেই ইতিহাস গড়ে ফেলবেন 'সিআর৭'। প্রথম ফুটবলার হিসাবে ছয়টি ইউরো কাপ খেলার কৃতিত্ব অর্জন করবেন রোনাল্ডো


২০১৬ সালে নিজেদের ইতিহাসে প্রথমবার ইউরো খেতাব জেতে পর্তুগাল। পাঁচ বছর পর, ইউরো ২০২০-তে রাউন্ড অফ ১৬-এ তাদের দৌড় থেমেছিল। চেক প্রজাতন্ত্র ১৯৭৬ সালে চেকোস্লোভাকিয়ার অংশ থাকাকালীন ইউরো জয়ের স্বাদ পেয়েছিল। গত ইউরোতে তারা কিন্তু পর্তুগালের থেকে এক ধাপ বেশি কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছেছিল। এবার দুই দলই গতবারের থেকে ভাল পারফর্ম করার আশায়।


২০২০ ইউরোতে যে বেলজিয়ামের হাতে রোনাল্ডোদের স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই বেলজিয়ামের তৎকালীন কোচ রবার্তো মার্তিনেজ়ের তত্ত্বাবধানেই কিন্তু এবার পর্তুগিজরা দ্বিতীয় ইউরো জয়ের আশায়। একমাত্র দল হিসাবে সব ম্যাচ জিতে এবারের ইউরোতে পৌঁছেছেন তাঁরা। উপরন্তু, ৪০-ছুঁই ছুঁই রোনাল্ডোর এটা শেষ বড় টুর্নামেন্টও হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তেমনটাই হয়, তাহল তাঁকে ট্রফি হাতে বিদায় জানানোর জন্য পর্তুগাল দল একচটু বেশি করেই চেষ্টা করবে বলে আশা করাই যায়। আর ভাল ফল করতে শুরুটা ভাল হওয়া ভীষণ প্রয়োজনীয়। তাই ফুটবলপ্রেমীরা এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় থাকতেই পারেন।  






কাদের ম্যাচ?


ইউরো কাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র


কবে খেলা?


ম্যাচটি হবে ১৯ জুন, বুধবার


কখন শুরু ম্যাচ?


ভারতীয় সময় বুধবার ভোররাত ১২.৩০-এ ম্যাচের কিক অফ


কোথায় ম্যাচ?


পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচটি হবে লাইপজিংয়ে


টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?


ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার                                 


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচটি। সোনি লিভ মোবাইল অ্যাপে দেখা যাবে খেলা। সোনি লিভ ওয়েবসাইটেও দর্শকরা ম্যাচ দেখতে পাবেন


হেড-টু-হেড


ইউরোর মঞ্চে পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র চারবার একে অপরের মুখোমুখি হয়েছে। ১৯৯৬ সালে চেকরা ১-০ জিতলেও, ২০০৮ ও ২০১২ সালে জেতে পর্তুগাল। দুই দলের মুখোমুখি শেষ চার লড়াইয়ের জয় এসেছে পর্তুগালের ঝুলিতে। তিনটিতে তো গোলও হজম করতে হয়নি তাঁদের। সেই দাপট অব্যাহত থাকে কি না, সেটাই দেখার বিষয়।










আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।





আরও পড়ুন: ইউরোয় ফ্রান্সের প্রথম ম্যাচেই চোট পেয়ে মাঠ ছাড়লেন এমবাপে, পরের ম্যাচ খেলতে পারবেন কিলিয়ান?