ডুসেলডফ: অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের উয়েফা ইউরোর (UEFA Euro 2024) অভিযান শুরু করেছে ফ্রান্স দল। অস্ট্রিয়ানদের বিরুদ্ধে (AUT vs FRA) বেশ কষ্ট করে জয় অর্জন করতে হয়েছে ২০১৬ সালের ইউরো ফাইনালিস্টদের। দল ম্যাচ জিতলেও কিন্তু ফরাসি সমর্থকদের উদ্বেগ বাড়ালেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। ম্যাচ শেষের আগেই চোট পেয়ে মাঠ ছাড়েন তারকা ফরোয়ার্ড। 


এমবাপের চোট নিয়ে ফ্রান্স শিবিরে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা অস্ট্রিয়া ম্যাচের পর অকপটে মেনেই নিলেনে ফ্রান্সের তারকা মিডফিল্ডার এনগলো কন্তে (N'Golo Kante)। ম্যাচ শেষে কন্তে জানান, 'আমরা (নাকে চোট পেয়ে) কিলিয়ানকে মাঠ ছাড়তে দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। আমরা ঠিক কী হয়েছে, চোট কতটা গভীর, তা জানি না। তবে দ্রুতই ওকে আবার মাঠে দেখতে চাই।'


ম্যাচের শেষভাগে ৯০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন এমবাপে। কেভিন দানসো ও এমবাপের মাথায় মাথায় সংঘর্ষ লাগে। এরপরেই মাটিতে পড়ে ব্যথায় কাতরাতে দেখা যায় ফরাসি ফরোয়ার্ডকে। নাক থেকে অঝোরে রক্ত পড়তে থাকে। প্রাথমিক চিকিৎসার পর এমবাপে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন বটে, তবে ব্যথায় বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে। এমবাপে দ্বিতীয়বার মাঠে বসে পড়ায় তাঁকে সময় নষ্টের জন্য হলুদ কার্ড অবধি দেখতে হয়। তবে শোনা যাচ্ছে এমবাপের হয়তো নাকের হাড় ভেঙেছে।


এমবাপের চোট নিয়ে ফরাসি কোচ দিদিয়ের দেঁশও (Didier Deschamps) উদ্বিগ্ন। গ্রুপ 'ডি'-র সম্ভবত সবথেকে বড় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে ফ্রান্স। সেই ম্যাচে এমবাপে আদৌ খেলতে পারবেন কি না, সেই নিয়ে ফরাসি কোচ কোনওরকম নিশ্চয়তা দিতে পারেননি। 'ওর নাকের অবস্থা সত্যিই খুব খারাপ। চোট ঠিক কতটা গভীর, সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। মেডিক্যাল স্টাফরা ওর চিকিৎসা করছেন। কী করা যাবে, চোট সারতে কতদিন লাগবে, সেটা দেখতে হবে। খবরটা আমাদের জন্য সত্যিই অত্যন্ত উদ্বেগজনক। ফরাসি দলে ওর থাকা বা না থাকাটা অনেকটাই বড় পার্থক্য গড়ে দেয়। আশা করছি ওই ম্যাচে (নেদারল্যান্ডসের বিরুদ্ধে) ও মাঠে নামতে পারবে' বলেন দেঁশ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: নজর কাড়লেন কন্তে, অস্ট্রিয়াকে হারিয়ে ইউরো অভিযান শুরু ফ্রান্সের