ওয়িরাস: আর দিন কয়েকের অপেক্ষা, তারপরেই ২০ নভেম্বর থেকে শুরু হয়ে যাবে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। কাতার বিশ্বকাপের আগে নিজেদের দলও ঘোষণা করা শুরু করে দিয়েছে দেশগুলি। আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল পর্তুগালও। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এ মরসুমে নিয়মিত সুযোগ না পেলেও, পর্তুগালের বিশ্বকাপ দলে কিন্তু সুযোগ পেয়েছেন রোনাল্ডো। শুধু সুযোগ পাওয়াই নয়, দলের অধিনায়কও তিনিই।


নেতৃত্ব রোনাল্ডো


কাতারে নিজের পঞ্চম তথা সম্ভবত শেষ বিশ্বকাপে মাঠে নামতে চলেছেন রোনাল্ডো। ৩৭ বছর বয়সি তারকা এ মরসুমে প্রিমিয়ার লিগের সিংহভাগ ম্যাচই বেঞ্চে বসে কাটিয়েছেন। এরপরে বেশ কিছু ব্যক্তি বিশ্বকাপ দলে রোনাল্ডো সুযোগ পাবেন কি না, সেই নিয়ে সন্দিহান ছিলেন। তবে ফার্নান্দো স্যান্টোস রোনাল্ডোকে নিজের বাছাই করা ২৬ জনের বিশ্বকাপ দলে সুযোগ দিয়েছেন। এই দলে রোনাল্ডোর পাশাপাশি তাঁর বহুদিনের সতীর্থ, আরেক অভিজ্ঞ তারকা পেপেও রয়েছেন। রোনাল্ডো, পেপের অভিজ্ঞতার পাশাপাশি পর্তুগালের দলের তারুণ্যেরও অভাব নেই। জাও ফেলিক্স, রাফায়েল লেয়াওয়ের মতো উঠতি তারকারাও সুযোগ পেয়েছেন এই দলে। 


নেই জোটা, মুটিনহো


তবে দুর্ভাগ্যবশত পর্তুগালের আরেক তারকা ফরোয়ার্ড ডিয়োগো জোটা বিশ্বকাপের ঠিক আগেই নিজের ক্লাব লিভারপুলের হয়ে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে খেলার সময় চোট পান। সেই চোটের জেরেই বিশ্বকাপে খেলা হচ্ছে না তাঁর। প্রসঙ্গত, তবে বহু যুদ্ধের ঘোড়া জাও মুটিনহোকে দলে রাখেননি স্যান্টোস। সুযোগ পাননি তাঁর উলভস সতীর্থ গঞ্জালো গুয়েদেসও। নিজের বাছাই করা দল সম্পর্কে কথা বলত গিয়ে স্যান্টোস বলেন, 'আমি বিশ্বকাপ দলে যেসব খেলোয়াড়দের সুযোগ দিয়েছি তাদের সকলের মধ্যেই জয়ের খিদে রয়েছে। সকলেই পর্তুগালকে বিশ্বচ্যাম্পিয়ন করতে বদ্ধপরিকর। এবং এই তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও রয়েছে।' 


 






ঘানার বিরুদ্ধে ২৪ নভেম্বর নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে পর্তুগাল। এই ম্যাচের পরে ২৮ তারিখ উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন রোনাল্ডোরা। ২ ডিসেম্বর সন হিউং-মিনের দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নিজেগের গ্রুপ পর্বের অভিযান শেষ করবে পর্তুগাল।


আরও পড়ুন: নেই পোগবা ও কঁতে, কাতার বিশ্বকাপের ২৫ সদস্যের দল ঘোষণা করল ফ্রান্স