কলকাতা: আসন্ন ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের (Duran Cup 2024) গ্রুপ পর্বে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ও রানার আপ ইস্টবেঙ্গল এফসি-কে (East Bengal vs Mohun Bagan Super Giant) একই গ্রুপে রাখা হল। বৃহস্পতিবার টুনামেন্টের যে গ্রুপবিন্যাস প্রকাশিত হয়েছে, তা দেখে বাংলার ফুটবলপ্রেমীরা উৎফুল্ল। কারণ, গতবারের মতো এবারও মরশুমের প্রথম কলকাতা ডার্বি দেখা যাবে ডুরান্ড কাপেই।


এ বছর সর্বভারতীয় ক্লাব মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপ ২৭ জুলাই থেকে শুরু হবে এবং তাতে ২৪টি দল অংশ নেবে। এদের মধ্যে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল), আই লিগ, সেনা বাহিনীর আমন্ত্রিত দলগুলি ছাড়াও গতবারেও খেলে যাওয়া একাধিক আন্তর্জাতিক দল, যেমন নেপালের ত্রিভুবন আর্মি এফসি এবং বাংলাদেশের আর্মি ফুটবল টিম অংশ নেবে।


আসন্ন ডুরান্ড কাপে কোকরাঝাড় এবং কলকাতা সহ আয়োজক শহর হিসেবে যোগ দিচ্ছে জামশেদপুর এবং শিলংও। প্রত্যেকটি শহরে গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রধান ভেন্যু কলকাতায় তিনটি গ্রুপের খেলা হবে। জামশেদপুর, শিলং এবং কোকরাঝাড়ে একটি করে গ্রুপের ম্যাচ হবে।


টুর্নামেন্টটি রাউন্ড রবিন লিগ এবং নক আউট ফর্ম্যাটে হবে, যার ফাইনাল হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। মোট ৪৩টি ম্যাচ খেলা হবে। প্রতিটি গ্রুপের সেরা দলগুলি, এবং দুই সেরা দ্বিতীয় স্থানাধিকারী দল নক আউট পর্বে উঠবে।


আসন্ন ডুরান্ড কাপের গ্রুপবিন্যাস:


গ্রুপ এ (কলকাতা): মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসি, ইন্ডিয়ান এয়ার ফোর্স, ডাউনটাউন হিরোজ এফসি।


গ্রুপ বি (কলকাতা): বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী এফসি, ইন্ডিয়ান নেভি, মহমেডান এসসি।


গ্রুপ সি (কলকাতা): কেরল ব্লাস্টার্স এফসি, মুম্বই সিটি এফসি, পাঞ্জাব এফসি, সিআইএসএফ প্রোটেক্টর্স এফটি।


গ্রুপ ডি (জামশেদপুর): জামশেদপুর এফসি, চেন্নাইন এফসি, ইন্ডিয়ান আর্মি এফটি, বাংলাদেশ আর্মি।


গ্রুপ ই (কোকরাঝাড়): ওড়িশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, বোড়োল্যান্ড এফসি, বিএসএফ।                      


গ্রুপ এফ (শিলং): এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, শিলং লাজং এফসি, ত্রিভুবন আর্মি এফসি। (তথ্যসূত্র - আইএসএল মিডিয়া)    


আরও পড়ুন: রেসিং দল কিনলেন সৌরভ, গোটা দেশে সেরার শিরোপা ছিনিয়ে নিতে তৈরি কলকাতা রয়্যাল টাইগার্স



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।