কলকাতা: নক আউট পর্বে প্রথমবার ২ গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তবু ঘরের মাঠে স্বপ্নভঙ্গ হল সবুজ-মেরুন শিবিরের। নর্থ ইস্ট ইউনাইটেডের (Mohun Bagan Super Giant vs North East United FC) কাছে টাইব্রেকারে হেরে গেল গতবারের চ্যাম্পিয়নরা। প্রথমবার ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হল বলিউড তারকা জন আব্রাহামের দল। যিনি শনিবার যুবভারতী স্টেডিয়ামে বসে দলের জয় উপভোগ করলেন।


ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পুরস্কার মূল্য পেল নর্থ ইস্ট ইউনাইটেড? রানার আপ মোহনবাগানের প্রাপ্তিই বা কী? 


ডুরান্ড কাপ জিতে পুরস্কার অর্থ বাবদ নর্থ ইস্ট ইউনাইটেড পেল ৬০ লক্ষ টাকা। মোহনবাগান সুপার জায়ান্ট পেল ৩০ লক্ষ টাকা। যা রানার্সদের জন্য বরাদ্দ ছিল। ডুরান্ড কাপের মোট পুরস্কার অর্থ ছিল ১ কোটি টাকা।


ম্যাচের পর হারের দায় নিজের কাঁধে নিয়েছেন মোহনবাগানের কোচ হোসে মোলিনা। সাংবাদিকদের তিনি বলেন, 'এখনও বুঝতে পারছি না দ্বিতীয়ার্ধে ঠিক কোথায় ভুল হল। তাই ব্যাখ্যা করাও সম্ভব নয়। প্রথমার্ধে আরও গোল করতে পারতাম আমরা। দ্বিতীয়ার্ধে কোনও পরিকল্পনাই কাজে লাগেনি। নর্থইস্ট বার বার আমাদের ওপর চাপ তৈরি করেছে। দ্বিতীয়ার্ধে আমরা কিছুতেই প্রথমার্ধের মতো খেলতে পারিনি। আমার বেশ কয়েকটা ভুল সিদ্ধান্তও দলকে সমস্যায় ফেলেছিল। আমি কোচ হিসাবে ভুল অস্বীকার করতে পারি না। দলের খেলোয়াড়দের কোনও দোষ দিতে চাই না। আমাদের খেলায় এখনও অনেক উন্নতি করতে হবে। কোনও দলই হারতে চায় না।'


প্রথমার্ধে ২ গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জেসন কামিংস। বিরতির ঠিক আগে গোল করে ২-০ করে দেন সাহাল আব্দুল সামাদ। দ্বিতীয়ার্ধে মাত্র ৩ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয় বাগান। ৫৫ মিনিটে গোল করে ব্যবধান কমান আজারাই। ৫৮ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান গিয়েরমো।


নাটকীয় ফাইনাল গড়ায় টাইব্রেকারে। মোহনবাগানকে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবার ডুরান্ড কাপের ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। টানা ২ বার ডুরান্ড কাপ জেতার স্বপ্ন অধরাই থেকে গেল সবুজ-মেরুন শিবিরের। 


আরও পড়ুন: ভারতীয় দলে বাংলার যুধাজিৎ, অস্ট্রেলিয়ার জন্য অস্ত্র তৈরি ডেল স্টেনের ভক্তের