কলকাতা: ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালের লড়াই যে একে অপরের কঠিন পরীক্ষা, তা এই ম্যাচের দুই দলের কোচই স্বীকার করে নিলেন। দুই কোচই প্রতিপক্ষের প্রশংসা করে সাফ বুঝিয়ে দেন একে অপরকে সমীহ করছেন তাঁরা। মঙ্গলবার বিকেলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে প্রাক্তন ডুরান্ড কাপ জয়ী বেঙ্গালুরু এফসি। এই ম্যাচ যে জমে উঠবে, তেমন আশা করাই যায়।
জামশেদপুরে কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসির বিরুদ্ধে উত্তেজনায় ভরপুর সাডেন ডেথে ৬-৫-এ জয়ের ফলে সেমিফাইনালে উঠেছে মোহনবাগান। নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ অবস্থায় শেষ হয়। সেমিফাইনালে ২০২২-এর চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসির মুখোমুখি হওয়ার জন্য গতবারের চ্যাম্পিয়নরা তাদের ঘরের মাঠে ফিরে আসতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত।
সেমিফাইনালের আগে সবুজ-মেরুন বাহিনীর হেড কোচ হোসে মোলিনা বলেন, ''বেঙ্গালুরু এফসি ভাল দল। ওদের সত্যিই কয়েকজন ভাল খেলোয়াড় আছে। তবে আমি পুরো দল নিয়ে চিন্তিত, কোনো নির্দিষ্ট খেলোয়াড় নিয়ে নয়। ভাল খেলা হবে। জেমি ম্যাকলারেন এবং আশিক কুরুনিয়ানকে আগামীকাল আমরা মিস করব, তবে বাকি দল তাদের সেরাটা দিতে প্রস্তুত। ঘরের মাঠে খেলা আমাদের সুবিধা দেবে। আমাদের সমর্থন করার জন্য প্রচুর সমর্থক আসবে। কাল সবাই মাঠে দলের সেরা ফর্মেশন এবং সেরা এগারো দেখতে পাবেন।''
কোয়ার্টার ফাইনালে শক্তিশালী পাঞ্জাব এফসি দলের বিরুদ্ধে পূর্ণশক্তি নিয়ে খেলতে বাধ্য হয়েছিল মোহনবাগান এসজি। নির্ধারিত সময়ে সুহেল ভট্ট, মনবীর সিং এবং জেসন কামিংস মোহনবাগানের পক্ষে গোল করেন। গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রিয়স পেট্রাটস এবং আপুইয়াকে পরে মাঠে নামান মোলিনা, যাতে ম্যাচটি তাদের হারতে না হয়। শেষ পর্যন্ত তাঁর সিদ্ধান্ত বিফলে যায়নি।
এই ম্যাচে ম্যাকলারেন ও আশিক খেলতে না পারলেও সেরা এগারোই নামানোর চেষ্টা করবেন বাগান কোচ। গত ম্যাচে তিন-তিনটি গোল খাওয়ার পর এই ম্যাচে দুই বিদেশী সেন্টার ব্যাক আলবার্তো রড্রিগেজ ও টম অ্যালড্রেডের খেলার সম্ভাবনা যথেষ্ট। এ ছাড়া শুভাশিস বোস, আপুইয়াদেরও দেখা যেতে পারে রক্ষণ সামলাতে। মাঝমাঠে অনিরুদ্ধ থাপা, সহাল আব্দুল সামাদ ও দুই উইঙ্গার মনবীর সিং, লিস্টন কোলাসো হয়তো খেলবেন। গ্রেগ স্টুয়ার্ট, জেসন কামিংস ও পেট্রাটসের মধ্যে দু’জন আক্রমণে নেতৃত্ব দিতে পারেন।
মোহনবাগানের বিরুদ্ধে কঠিন সেমিফাইনাল ম্যাচ নিয়ে বেঙ্গালুরুর হেড কোচ জারাগোজা বলেন, ''মোহনবাগান সুপার জায়ান্ট এমন একটি দল যাদের সারা মাঠ জুড়ে প্রতিভাবান খেলোয়াড়রা খেলে এবং আমরা নিশ্চিত যে এটি এমন একটি ম্যাচ হবে, যেখানে আমাদের সম্পূর্ণ মনোনিবেশ করতে হবে। আমি খুশি যে, আমরা ব্লাস্টার্সের বিরুদ্ধে সবাই মিলে নিজেদের রক্ষণ আগলেছি এবং সঙ্ঘবদ্ধ থেকেছি। বেশিরভাগ সময়ই ম্যাচটি ভালভাবে নিয়ন্ত্রণ করেছি আমরা। কাল আমরা এরই পুনরাবৃত্তি করার চেষ্টা করব।''
মঙ্গলবারের ম্যাচে যারা জিতবে, ফাইনালে তাদের মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি, যারা সোমবার শিলংয়ে প্রথম সেমিফাইনালে শিলং লাজং এফসি-কে ৩-০-য় হারিয়ে ফাইনালে ওঠে। থই সিং, আলাদ্দিন আজারেই ও পার্থিব গগৈ গোল করে আইএসএলের দলকে জেতান।
তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া