লন্ডন: ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে পরাজয় দিয়ে চেলসির (Chelsea) এবারের প্রিমিয়ার লিগ (Premier League 2024-25) সফর শুরু হয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই দুরন্তভাবে জয়ে ফিরল ব্লুজরা। উলভরহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে হাফ ডজন গোল করল পশ্চিম লন্ডনের ক্লাবটি। দলের হয়ে হ্যাটট্রিক করলেন ননি মাদুয়েকে (Noni Madueke)। অপরদিকে, এই শতকের প্রথম লিভারপুল (Liverpool) ম্যানেজার হিসাবে নাগাড়ে দুই ম্যাচে জয় দিয়ে মরশুম শুরু করলেন আর্নে স্লট। মার্সিসাইডের ক্লাবটি ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে পরাজিত করল।  


মিডল্যান্ডসে চেলসি নিজেদের ম্যাচের শুরুটা দুরন্তভাবেই করেছিল। মাত্র ৯৮ সেকেন্ডে কর্নার থেকে নিকোলাস জ্যাকসন গোল করে দলকে এগিয়ে দেন। তবে এরপরেই শুরু হয় এক অনবদ্য প্রথমার্ধের লড়াই। ফুটবলের ভাষায় যাকে বলে 'এন্ড টু এন্ড' ম্যাচ। একের পর এক গোলের সুযোগ তৈরি করে দুই দল। গত মরশুমে চেলসির ঘরের মাঠে হ্যাটট্রিক করে উলভসকে জিতিয়েছিলেন ম্যাথিয়াস কুনিয়া। তিনিই এই ম্যাচে দলকে সমতায় ফেরান ২৭ মিনিটের মাথায়।


এরপর দুই দলই একাধিক গোলের সুযোগ পায় কলউইল কুনিয়ার শট দুরন্তভাবে গোলের সামনে না রুখলে চেলসি পিছিয়েও পড়তে পারত। তবে উল্টে দুরন্ত গতিময় ফুটবলে লিড নিয়ে নেয় ব্লুজরা। ৪৫ মিনিটে একেবারে প্রথমার্ধের শেষ লগ্নে উলভস গোলরক্ষক সা-র মাথার উপর দিয়ে চিপ করে চেলসিকে ম্যাচে এগিয়ে দেন কোল পামার। তবে ব্লুজরা হাফ টাইমে লিড নিয়ে মাঠ ছাড়তে পারেনি।


লারসেন উলভসকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতায় ফেরান। এমন দুরন্ত প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও আশা ছিল দুরন্ত লড়াইয়ের। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ননি মাদুয়েকের হ্যাটট্রিক ম্যাচের ফলাফল নিশ্চিত করে দেয়। ম্যাচ শেষের আগে চেলসিতে সদ্য যোগ দেওয়া জাও ফেলিক্স দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন। ব্লুজের আরেক নতুন সদস্য় তথা উলভস প্রাক্তনী পেদ্রো নেটো গোলের পাস বাড়ান তাঁর স্বদেশীয়কে। 


অপরদিকে ঘরের মাঠে লিভারপুল কিন্তু তাঁদের শক্ত গাঁট ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে খুব একটা আহামরিভাবে ম্যাচ শুরু করতে পারেনি। দুই দলই বল দখলের জন্য বেশ লড়াই করছিল। তবে সাম্প্রতিক সময়ে লিভারপুল যার জন্য বেশ বিখ্যাত, সেই প্রতিআক্রমণ থেকেই গোল করে দলকে এগিয়ে দেন লুইস ডিয়াজ়। নিজের বাঁ-পায়ে গোল ১৩ মিনিটের মাথায় রেডসকে লিড এনে দেন তিনি।


দ্বিতীয়ার্ধের শুরুটা ব্রেন্টফোর্ড বেশি ভাল করলেও লিভারপুল ধীরে ধীরে ম্যাচে ফেরে। দিয়োগো জোটা একাধিক গোলের সুযোগ নষ্ট করেন। তবে মহম্মদ সালা ম্যাচে মার্সিসাইডের দলের হয়ে দ্বিতীয় গোলটি করে জয় সুনিশ্চিত করেন। এই প্রথমবার লিভারপুলের হয়ে মরশুমের প্রথম দুই ম্যাচেই পরপর গোল করলেন মিশরের তারকা ফরোয়ার্ড। মাত্র চতুর্থ দল হিসাবে প্রিমিয়ার লিগের এ মরশুমের প্রথম দুই ম্য়াচেই জয় পেল লিভারপুল।







আরও পড়ুন: আশানুরূপ পারফর্ম না করলেই... মাঠে অধিনায়ক রোহিতের আচরণ প্রসঙ্গে অকপট মহম্মদ শামি