কলকাতা: ইস্টবেঙ্গল, মহমেডান আগেই বিদায় নিয়েছে। ডুরান্ড কাপে (Durand Cup 2024) বাংলার একমাত্র প্রতিনিধি হয়ে টিকে রইল শুধু মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। শুক্রবার জামশেদপুরে রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে সাডেন ডেথে ৬-৫ গোলে (নির্ধারিত সময়ে ম্য়াচ ছিল ৩-৩) পাঞ্জাব এফসিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল সবুজ-মেরুন শিবির।
সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ কারা? কাদের বিরুদ্ধে শেষ চারের ম্যাচে মাঠে নামবেন জেসন কামিংস, মনবীররা?
মঙ্গলবার ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগানের সামনে বেঙ্গালুরু এফ সি। যারা শুক্রবারই কোয়ার্টার ফাইনালে কেরল ব্লাস্টার্স এফসিকে ১-০ গোলে হারাল।
তবে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্য়াচের কেন্দ্র নিয়ে শুরু হয়েছিল জল্পনা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার ম্যাচটি হওয়ার কথা কলকাতায়। সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে। যদিও কলকাতার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই ম্যাচ সরিয়ে নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে।
ডুরান্ড কাপের অপর সেমিফাইনালে মুখোমুখি শিলং লাজং এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেড। সেই ম্যাচটিও হওয়ার কথা ছিল কলকাতায়। তবে বৃহস্পতিবারই ডুরান্ড কাপের আয়োজক কমিটি জানিয়ে দিয়েছিল যে, ম্যাচটি কলকাতা থেকে সরিয়ে শিলংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ম্যাচটি পিছিয়ে ২৬ অগাস্ট করা হয়েছে। তারপর থেকেই মোহনবাগানেরও ম্যাচ সরে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছিল।
যদিও শুক্রবার রাতের দিকে ডুরান্ড কাপের আয়োজকরা জানিয়ে দিলেন, ম্যাচ হচ্ছে কলকাতাতেই। ২৭ অগাস্ট মঙ্গলবার হবে সেই ম্যাচ। সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে বিকেল ৫.৩০-এ শুরু হবে ম্যাচ। অনলাইনে সেই ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গেল এদিনই।
আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকরে ধর্ষণ ও হত্যা ঘিরে তোলপাড় দেশ। কলকাতাও বিক্ষোভে, প্রতিবাদে উত্তাল। সেই পরিস্থিতিতে যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি বাতিল করা হয়েছিল। পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়।
তারপর কলকাতা থেকে ডুরান্ড কাপের সব ম্যাচই সরিয়ে নেওয়ার কথা জানানো হয়েছিল। যদিও কলকাতার তিন প্রধান যুগ্মভাবে সেমিফাইনাল ও ফাইনাল কলকাতায় করার দাবি তোলে। শেষ পর্যন্ত মোহনবাগানের সেমিফাইনাল কলকাতাতেই হচ্ছে বলে জানানো হল।
আরও পড়ুন: শ্রীলঙ্কা থেকে জোড়া পদক, ফের দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন বঙ্গকন্যা সুস্মিতা