মেঘালয়: ঐতিহ্যের ডুরান্ড কাপের আসর বসতে চলেছে শিলংয়ে। এই প্রথমবার। আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। ডুরান্ড কাপের ১৩৩ তম সংস্করণ বসতে চলেছে এটি। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টটি চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। ডুরান্ড কাপের তিনটি ট্রফি মেঘালয়ে পৌঁছে গিয়েছে। সেখানেই ট্রফির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। টুর্নামেন্টে এবার মোট ৪৩ টি ম্যাচ খেলা হবে।
অংশগ্রহণকারী ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হবে। আটটি দল, গ্রুপ সেরা এবং দুটি সেরা দ্বিতীয় স্থান অধিকারী দল, নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে। তিনটি সার্ভিসেসের দল অংশ নেবে এই টুর্নামেন্টে। নেপাল ও বাংলাদেশের দুটা সার্ভিসেসের দলও থাকবে। ৪৩টি ম্য়াচ আয়োজিত হবে এবার মোট চারটি ভেন্য়ুতে। সেগুলো হল - কোকরাঝাড়, শিলং, জামেশদপুর ও কলকাতায়। উদ্বোধনী ম্যাচ এবং ফাইনালটি কলকাতার আইকনিক বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে নির্ধারিত হবে৷ কলকাতা তিনটি গ্রুপের আয়োজক হবে এবং কোকরাঝার, শিলং এবং জামশেদপুর একটি করে গ্রুপ আয়োজন করবে।
এদিকে, নতুন মরশুমের আগে ইস্ট-মোহন দুই দলই তাদের দল গোছানো শুরু করে দিয়েছে। প্রাক মরশুম দলবদলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ে একটু বেশিই সক্রিয় ইস্টবেঙ্গল এফসি। তারা এবার এক ঝাঁক নতুন ফুটবলারকে সই করিয়েছে। ভারতীয় ফুটবলারদের মধ্যে চেন্নাইয়িন এফসি থেকে গোলকিপার দেবজিৎ মজুমদার, জামশেদপুর এফসি থেকে ডিফেন্ডার প্রভাত লাকরা, কেরল ব্লাস্টার্স থেকে ডিফেন্ডার নিশু কুমার, হায়দরাবাদ এফসি থেকে তরুণ মিডফিল্ডার ও ডিফেন্ডার মার্ক জোথানপুইয়া, মহমেডান এসসি থেকে তরুণ ফরওয়ার্ড ডেভিড লালনসাঙ্গা লাল-হলুদ বাহিনীতে যোগ দিয়েছেন।
বিদেশিদের মধ্যে পাঞ্জাব এফসি থেকে ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালাল ও গত আইএসএলে গোল্ডেন বুটজয়ী গ্রিক ফরওয়ার্ড দিমিত্রি দিয়ামান্তাকসকে কেরল ব্লাস্টার্স এফসি থেকে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল এফসি। জর্ডনিয়ান ডিফেন্ডার হিজাজি মাহের, ব্রাজিলীয় ফরওয়ার্ড ক্লেটন সিলভা ও স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোর চুক্তির মেয়াদ বাড়িয়েছে তারা। এছাড়া ভারতীয় ডিফেন্ডার মহম্মদ রকিপকেও দলে রেখে দিয়েছে লাল-হলুদ বাহিনী।
অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের নবনিযুক্ত কোচ হোসে মলিনার তত্ত্বাবধানে তাদের প্রাক মরশুম প্রস্তুতি শুরু হবে ২৯ জুলাই। ক্লাবের পক্ষ থেকে সম্প্রতি এমনই জানানো হয়েছে। এ মরশুমে তাদের দুই নতুন বিদেশি আসছেন। স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রড্রিগেজকে সই করিয়েছে তারা। ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিব বানডুঙ্গ থেকে আসছেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোর থেকে অভিজ্ঞ স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেডও যোগ দেবেন মোহনবাগান শিবিরে। অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জুটি দিমিত্রিয়স পেট্রাটস ও জেসন কামিংসের সঙ্গে যোগ দেবেন তাঁরা।