কলকাতা: ডুরান্ড কাপে খেতাব রক্ষার পরীক্ষা মোহনবাগান সুপার জায়ান্টের। সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এবার সবুজ-মেরুন শিবিরের সামনে নর্থইস্ট ইউনাইটেড (Mohun Bagan vs North East United FC)। যারা প্রথমবার ডুরান্ড কাপের ফাইনাল খেলতে নেমেছে।


সল্ট লেকে ম্যাচের প্রথমার্ধের শেষে অবশ্য স্বস্তিতে সবুজ মেরুন শিবির। কারণ, বিরতিতে ২-০ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। একটি করে গোল করেছেন জেসন কামিংস (Jason Cummings) ও সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)।  


ম্যাচের আগে প্রতিপক্ষকে বেশ সমীহ করছিলেন মোহনবাগানের কোচ হোসে মোলিনা (Jose Molina)। যিনি এর আগে আতলেতিকো দে কলকাতাকে আইএসএলে কোচিং করিয়েছিলেন। মোলিনা ম্যাচের আগে বলেছিলেন, 'নর্থ ইস্ট ইউনাইটেড খুব ভাল দল। গোটা টুর্নামেন্টেই ওদের খেলা লক্ষ্য করেছি। উইংগুলো ভীষণ সচল। তবে আমাদের ছেলেরাও তৈরি।'


সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে অবশ্য নর্থইস্ট ইউনাইটেডের অর্ধে একের পর এক আক্রমণ শানাতে থাকে মোহনবাগান সুপার জায়ান্ট। কিক অফের ১০ মিনিটের মাথায় নর্থইস্ট ইউনাইটেডের বক্সে দ্রুত গতিতে ঢুকে পড়েছিলেন সাহাল আব্দুল সামাদ। তাঁর জার্সি ধরে বক্সে ফেলে দেন আশির আখতার (Asheer Akhtar)। রেফারি পেনাল্টি দেন। পেনাল্টি নিতে আসেন কামিংস। প্রতিপক্ষ গোলকিপারকে উল্টো দিকে ফেলে দুরন্ত শটে গোল করেন অভিজ্ঞ কামিংস। শুরুতেই মোহনবাগান এগিয়ে যায় ১-০ গোলে। টুর্নামেন্টে নক আউট পর্বে এই প্রথম এগিয়ে যায় মোহনবাগান।


 






ম্যাচের প্রথমার্ধের সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান সাহাল। লিস্টন কোলাসো বাঁ দিক থেকে আক্রমণে উঠেছিলেন। তিনি ক্রস বাড়ান সাহালের উদ্দেশে। প্রথম টাচেই বল জালে জড়িয়ে দেন সাহাল।


ম্যাচের দ্বিতীয়ার্ধে কি ঘুরে দাঁড়াতে পারবে নর্থ ইস্ট ইউনাইটেড? কোনও নাটক কি অপেক্ষা করে রয়েছে?




 



আরও পড়ুন: বিশ্বের অন্যতম ধনী ফুটবলার, ছেলের আই ফোন কিনে দেওয়ার বায়না মেটাননি রোনাল্ডো