লন্ডন: ট্রান্সফার উইন্ডোর ডেডলাইন ডেতে খুব কম সময়ই বিরাট বড় তারকারা দল পরিবর্তন করে থাকেন। তবে এ মরশুমে এমনটাই হল। একেবারে শেষ লগ্নে পশ্চিম লন্ডন থেকে উত্তর লন্ডনে পারি দিলেন রাহিম স্টার্লিং (Raheem Sterling)। চেলসি (Chelsea) থেকে যোগ দিলেন আর্সেনালে (Arsenal)। আবার চেলসিতে স্টার্লিং যাওয়ার সঙ্গে সঙ্গেই জেডন স্যাঞ্চো (Jadon Sancho ) যোগ দিচ্ছেন বলে জোর জল্পনা। যদিও সরকারিভাবে এখনও এই দলবদলের কোনও ঘোষণা হয়নি। 


ইংল্যান্ডের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রাহিম স্টার্লিংয়ের অভিজ্ঞতার কোনও অভাব নেই। দীর্ঘদিন ধরে শীর্ষস্তরে খেলছেন তিনি। জিতেছেন চারটি প্রিমিয়ারলিগ ইংল্যান্ডের দুই ঘরোয়া কাপই। ২৯ বছর বয়সি উইঙ্গার গোলও চেনেন ভালমতোই। শীর্ষস্তরে ৩৭৯টি ম্যাচ খেলে ১২৩টি গোল করেছেন স্টার্লিং। তবে চেলসি ম্যানেজার এনজ়ো মারেস্কা স্টার্লিংকে যে দলে রাখতে চান না, তা স্পষ্টভাবেই বহু আগে জানিয়ে দিয়েছিলেন। স্টার্লিং ভাল ফুটবলার হলেও, তিনি যে ধরনের উইঙ্গার পছন্দ করেন, স্টার্লিং তেমনটা নয় বলেই জানিয়েছিলেন মারেস্কা।


এমনকী স্টার্লিংদের প্রথম দল থেকে আলাদা ভাবে একা একা অনুশীলন করারও নিদান দিয়েছিলেন তিনি। জানিয়ে দিয়েছিলেন তাঁকে খেলানো হবে না। চেলসিতে ব্রাত্য স্টার্লিংয়ের সামনে তাই দল পরিবর্তন করা বাদে তেমন কোনও বিকল্প ছিল না। তবে আর্সেনালে লোনে যোগ দিলেও, পরবর্তীতে পাকাপাকিভাবে তাঁকে দলে নেওয়ার কোনও বিকল্প নেই এই চুক্তিতে। তবে তাঁর সেরাটা যে এখনও  কেউ দেখেইনি, সেকথা আর্সেনালে যোগ দিয়েই স্পষ্ট জানিয়ে দেন স্টার্লিং।


আর্সেনাল আগেভাগে স্টার্লিংকে সই করানোর কোনও পরিকল্পনাই করেনি, তবে পরিস্থিতির হেরফেরে সেই সুযোগ আসায় ক্লাব সেই সুযোগ লুফে নেয় বলে জানান আর্সেনাল স্পোর্টিং ডিরেক্টর এডু। দলের ম্য়ানেজার মিকেল আর্টেটা দীর্ঘ সময় পেপ গুয়ার্দিওলার সহকারী হিসাবে ম্যান সিটিতে কাজ করার সুবাদে স্টার্লিংয়ের সঙ্গে ভালভাবে পরিচিত। তাই এই জুটি আর্সেনালকে কতটা সাফল্য এনে দিতে পারেন, তা দেখার বিষয়।


অপরদিকে, স্টার্লিংয়ের দল ছাড়ার সঙ্গে সঙ্গেই জেডন স্যাঞ্চো চেলসিতে যোগ দিচ্ছেন বলে খবর। ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু দুই ক্লাব একেবারে শেষবেলায় এই চুক্তি করায় সইপত্র কিছু বাকি রয়েছে কি না, সব প্রক্রিয়া মানা হয়েছে কি না, তা দেখেই সম্ভবত স্যাঞ্চোর চুক্তির কথা জানানো হবে। তিনিও ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড দলে কার্যত ব্রাত্যই ছিলেন। ম্যানেজার এরিক টেন হাগের সঙ্গে আদায় কাঁচকলায় সম্পর্ক তাঁর। নিজের প্রতিভা মেলে ধরার লক্ষ্যে এবার তাই দল বদলাতে আগ্রহী স্যাঞ্চো। তিনিও খুব সম্ভবত লোনেই চেলসিতে যোগ দেবেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: লিভারপুল, ডর্টমুন্ডের বিরুদ্ধে খেলবে রিয়াল, এক নজরে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের সম্পূর্ণ ড্র