নৈহাটি: আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। তবে ছোটদের ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল তাঁদের। অন্যদিকে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচে জয় ছিনিয়ে আনতে পারলেন না লাল হলুদের জুনিয়র ব্রিগেড। নৈহাটিতে হওয়া ম্যাচে ১-১ ব্যবধানে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ২ দলকে। এদিন ম্য়াচের প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল লাল হলুদ শিবির। খেলার ৪১ মিনিটের মাথায় দীপ সাহার গোলে এগিয়েও যায় তাঁরা। স্পটকিক থেকে দুর্দান্ত গোল করেন দীপ।
প্রথমার্ধে আর কোনও দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় মোহনবাগান। ৭৯ মিনিটের মাথায় ফরদিন আলি মোল্লাহর গোলে খেলায় সমতা ফেরায় মোহনবাগান। আগামী ১০ এপ্রিল কল্য়াণী স্টেডিয়ামে নিজেদের পরের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।
ক্রমতালিকায় এগোল ভারত
ফিফা ক্রমতালিকায় পাঁচধাপ উন্নতি, ১০১ নম্বরে উঠে এলেন সুনীলরা। ফিফা নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে, সেই তালিকা অনুযায়ী ১০১ নম্বরে উঠে এসেছে ভারতীয় দল। আর একধাপ এগোলেই একশোর ভেতরে ঢুকে পড়বে ভারত। গত কয়েক মাসে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ধারাবাহিক ভাল পারফম্যান্সের পুরস্কার হিসেবে ভারতীয় দলের এই ক্রমতালিকায় এগিয়ে আসা। তালিকায় শীর্ষে আর্জেন্তিনা রয়েছে। ব্রাজিল শীর্ষে থাকলেও তারা এবার ২ ধাপ নেমে তৃতীয় স্থানে চলে এসেছে। ফ্রান্স দ্বিতীয় স্থানে রয়েছে তালিকায়।
উল্লেখ্য, কিছুদিন আগেই ফ্রেন্ডলি ম্যাচে মায়ানমার ও কির্গিজস্থানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে ও দ্বিতীয় ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছিলেন প্রীতম, সন্দেশরা। এই মুহূর্তে ভারতের ঠিক আগের দলটি হল নিউজিল্যান্ড ও ভারতের পরে ১০২ নম্বর স্থানে রয়েছে কেনিয়া। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভাল জায়গায় জাপান। ক্রমতালিকায় ২০ নম্বর স্থানে রয়েছে জাপান।
আইপিএলের খবর
টুর্নামেন্টের শুরুতেই চোটের ধাক্কায় কাবু আরসিবি শিবির। ইতিমধ্যেই রজত পাতিদার গোড়ালির চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। আরসিবির আরেক ইংরেজ তারকা উইল জ্যাকসও টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে যান। তাঁর বদলে আরসিবি মাইকেল ব্রেসওয়েলকে দলে নেয়, যদিও রজতের বদলি হিসাবে কোনও তারকার নাম ঘোষণা করা হয়নি। এই তারকাদের পাশাপাশি জস হ্যাজেলউডেরও টুর্নামেন্টের প্রথমার্ধে মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে।
তবে হ্যাজেলউড ১৪ এপ্রিল ভারতে চলে আসবেন এবং ১৭ এপ্রিল থেকে মাঠে নামতে পারবেন বলেই আশা করছেন বাঙ্গার। পাশাপাশি তিনি আরও জানান গত বছর ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বাধিক উইকেট নেওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গাও ১০ এপ্রিলের মধ্যেই ভারতে চলে আসবেন।