কলকাতা: সারা মরশুমে লাল-হলুদ জার্সি গায়ে আর মাঠে দেখা যাবে না ফরাসি মিডফিল্ডার মাদি তালালকে। চোটের জন্য সারা মরশুমের জন্য ছিটকে গেলেন তিনি।

বৃহস্পতিবার ইস্টবেঙ্গল এফসি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এই খবর। গত বৃহস্পতিবারই ওডিশা এফসি-র বিরুদ্ধে ম্যাচের সময় হাঁটুতে চোট পান তালাল। ম্যাচের ১২ মিনিটের মাথায় ওডিশার হুগো বুমৌসের সঙ্গে বল দখলের লড়াই করতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পান তিনি। একেই সল ক্রেসপো, দিমিত্রিয়স দিয়ামান্তাকস চোট পেয়ে একাধিক ম্যাচের জন্য মাঠের বাইরে। তার ওপর তালালের এই বিদায় ইস্টবেঙ্গল শিবিরের জন্য মোটেই ভাল খবর নয়।

এ মরশুমে পাঞ্জাব এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর তাদের মাঝমাঠে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ২৭ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। আক্রমণ তৈরি তো বটেই, মাঝমাঠকে সঙ্ঘবদ্ধ রাখার কাজেও সাহায্য করেছেন তিনি। মোট ১০টি ম্যাচে ৭৪৩ মিনিট মাঠে থেকে একটি গোল করেন ও একটি গোলে অ্যাসিস্ট করেন তিনি। তাঁর ৭৬ শতাংশ পাসই ছিল নিখুঁত। ২১টি গোলের সুযোগ তৈরি করেন তিনি। তাঁর ২১টি শটের মধ্যে ন’টি ছিল লক্ষ্যে। এমন একজন ফুটবলারকে হারানো দলের পক্ষে সত্যিই খারাপ খবর।

গত মরশুমে পাঞ্জাব এফসি-র হয়ে খেলে ছ’টি গোল করেছিলেন ও দশটি গোলে অ্যাসিস্ট করেছিলেন তালাল। তাঁর মতো প্লেমেকারকে সই করাতে পেরে বেশ খুশি হয়েছিল লাল-হলুদ শিবির। ২০২৫-২৬-এর শেষ পর্যন্ত তালালের সঙ্গে চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের। চোট সারিয়ে ফিরতে পারলে তিনি পরবর্তী মরশুমে ফের লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামতে পারেন।

গত বছর অগাস্টে ভারতে আসার পর তালাল পাঞ্জাব এফসি-র হয়ে আইএসএলে ২২টি ও কলিঙ্গ সুপার কাপে তিনটি ম্যাচ খেলেন। আইএসএলে পাঞ্জাবের দল যে ছ’টি জয় পায়, তার মধ্যে পাঁচটিতেই হয় গোল, নয় অ্যাসিস্ট করেন তালাল। দুর্দান্ত বল নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী ও তৎপর এই আক্রমণাত্মক মিডফিল্ডার গত আইএসএলে ৪২টি সফল ড্রিবল করেন, যা গত মরশুমে তাঁর নজিরগুলির মধ্যে অন্যতম ছিল। গত মরশুমে সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করা খেলোয়াড়দের তালিকায় তিনি ছিলেন দু’নম্বরে।

এই পারফরম্যান্স দেখেই তাঁকে নিয়ে আসে ইস্টবেঙ্গল। খেলছিলেনও যথেষ্ট ভাল। কিন্তু ফুটবলে চোট-আঘাত যে কোনও সময় যে কোনও খেলোয়াড়ের জীবন অনিশ্চিত করে তুলতে পারে। তালালেরও ক্ষেত্রেও তা-ই হল।                                                তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া