পানাজি: ভারতের দুই ফুটবলপাগল রাজ্যের দলের লড়াই তো কয়েকদিন আগেই দেখা গিয়েছে। কলকাতায় সেই উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ মুহূর্তের গোলে কেরালা ব্লাস্টার্সকে হারায় মোহনবাগান সুপার জায়ান্ট। শুক্রবার ফের দুই ফুটবল পাগল রাজ্যের দলের দ্বৈরথ হতে চলেছে গোয়ার ফতোরদায়। এ বার এফসি গোয়ার মাঠে নামবে মোহনবাগান। যা নিয়ে গোয়ায় ফুটবল উৎসব তুঙ্গে।

ভারতীয় ফুটবলে গোয়া ও বাংলার প্রতিদ্বন্দ্বিতা চিরকালীন। ফুটবল মাঠে দুই রাজ্যের বিভিন্ন ক্লাবের রেষারেষি দেশের ফুটবল ইতিহাসেও জায়গা করে নিয়েছে। আইএসএলে এফসি গোয়া ও মোহনবাগানের দ্বৈরথও সেই পর্যায়ে চলে গিয়েছে। যদিও এই দ্বৈরথে এ পর্যন্ত মোহনবাগানই এগিয়ে (আটটি ম্যাচে পাঁচটি জয়)। কিন্তু যতবারই এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামে সবুজ-মেরুন বাহিনী। তাদের সমর্থকদের হৃদযন্ত্রে যে বাড়তি গতি থাকে, এই নিয়ে কোনও সন্দেহ নেই।

এ বারেও তার কোনও ব্যতিক্রম হবে বলে মনে হয় না। কারণ, অক্টোবরে মুম্বই সিটি এফসি-র কাছে হারের পর থেকে গত ছ’টি ম্যাচের একটিতেও হারেনি এফসি গোয়া। লিগ টেবলে দ্বিতীয় স্থানাধিকারী বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দু’বার দেখা হয়ে গিয়েছে তাদের। কোনও ম্যাচেই সুনীল ছেত্রীররা হারাতে পারেননি আরমান্দো সাদিকু, বোরহা হেরেরা, সন্দেশ ঝিঙ্গনদের। লিগ টেবলের চার নম্বরে থাকা সেই এফসি গোয়া এ মরশুমে প্রথম মুখোমুখি হবে শীর্ষে থাকা মোহনবাগান এসজি-র।

সাদিকুর নামটা দেখে নিশ্চয়ই অনেক কিছু মনে পড়ে যাচ্ছে মোহনবাগান সমর্থকদের। এই সেই আরমান্দো সাদিকু, যিনি গত মরশুমে সবুজ-মেরুন জার্সি গায়েই আটটি গোল করেছিলেন এবং একটি অ্যাসিস্ট দেন। গঙ্গাপাড়ের ক্লাব তাঁবু ছেড়ে এ বার তিনি যোগ দিয়েছেন আরব সাগরপাড়ের ক্লাবে। গতবার যে রকম ফর্মে ছিলেন তিনি, এ বার তার চেয়েও দুরন্ত গতিতে দৌড়চ্ছেন আলবানিয়ার এই ইউরো কাপার।

গতবার ২২টি ম্যাচে আট গোল করেছিলেন। এ বার ১০ ম্যাচেই আট গোল দেওয়া হয়ে গিয়েছে তাঁর। দু’টি গোলে অ্যাসিস্টও করেছেন। কলকাতায় গিয়ে দু’টি ম্যাচে খেলে এলেও এ মরশুমে মোহনবাগানের মুখোমুখি হওয়ার সুযোগ এই প্রথম পাচ্ছেন তিনি। কিছু তো প্রমাণ করার তাগিদ নিয়েই এই ম্যাচে নামবেন তিনি।


আরও এক তারকা বোরহা হেরেরা, যিনি মোহনবাগানের ছেলে নন ঠিকই, কিন্তু এককালে ইস্টবেঙ্গলের ছেলে তো ছিলেনই। একাধিক কলকাতা ডার্বিও খেলেছেন। সেই বোরহাকে গতবার মরশুমের মাঝখানে ছেড়ে দেওয়ার পর এনেক পস্তেছিল ইস্টবেঙ্গল। এ মরশুমেও বোরহা তাঁর প্রাক্তন দলের ঘরের মাঠে নেমে হ্যাটট্রিক করে বুঝিয়ে দেন, তিনি এখনও আগের মতোই আছেন। বোরহার কীর্তিতে উদ্বুদ্ধ হয়ে সাদিকুও যদি তেমন কিছু করে বসেন, তা হলে সমস্যায় পড়তে হতে পারে সবুজ-মেরুন বাহিনীকে।                                                               তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া