কলকাতা: গত আইএসএলে কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) জার্সিতে সর্বাধিক গোলদাতা দিমিত্রি দিয়ামান্তাকোসকে (Dimitrios Diamantakos) সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের (East Bengal)। গ্রিক স্ট্রাইকারের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি লাল হলুদের। গত আইএসএলে ১৭টি ম্যাচে ১৩টি গোল করেছিলেন তিনি ।
গত মরশুমে দুরন্ত ছন্দে ছিলেন গ্রিসের এই স্ট্রাইকার। শুক্রবার গ্রিক দেবতাদের ছবি দিয়েই অভিনব কায়দায় দিমিত্রি দিয়ামান্তাকোসকে সই করানোর কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ সমর্থকদের মনে খুশির হাওয়া।
শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে দিয়ামান্তাকোসকে সই করানোর কথা। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, 'জল্পনা নয়, এটাই এখন সত্যি। দিমিত্রি দিয়ামান্তাকোস আনুষ্ঠানিকভাবে লাল হলুদ শিবিরে যোগ দিলেন।'
আক্রমণভাগের নতুন অস্ত্রকে পেয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি বলেছেন, 'দিয়ামান্তাকোস ভারতীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়েছে। আইএসএলে অসাধারণ পারফরম্যান্স করে দেখিয়েছে। ওর অন্তর্ভুক্তি আমাদের আক্রমণকে ব্যাপকভাবে শক্তিশালী করবে।' যোগ করেছেন, 'আমাদের মধ্যে ইতিবাচক কথোপকথন হয়েছিল আগেই। আলোচনার পরেই দিয়ামান্তাকোস আমাদের সঙ্গে চুক্তি করতে রাজি হয়। ওর কাছে আরও একাধিক ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু আমাদের লক্ষ্যে আস্থা রেখে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'
২০২২ সালে কেরল ব্লাস্টার্সে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত ভারতের মাটিতে ৪৪টি ম্যাচ খেলেছেন দিমিত্রি দিয়ামান্তাকোস। দুই মরসুমে করেছেন ২৮ গোল। পাশাপাশি ৭টি গোলে সহায়তা করেছেন। গত মরসুমে ভারতীয় ফুটবলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার। গত আইএসএলে গোল্ডেন বুট জিতেছিলেন। ১৩টি গোল করেছিলেন এবং ৩টি গোলে সহায়তা করেছিলেন। কলিঙ্গ সুপার কাপের ৩ ম্যাচে ৩ গোল এবং ১টি গোলে সহায়তা করেছিলেন। ২০২২-২৩ আইএসএলে টানা পাঁচ ম্যাচে গোল করে নজির গড়েছিলেন দিয়ামান্তাকোস।
আরও পড়ুন: ইউরো কাপে শনিবার স্পেন-ক্রোয়েশিয়া ধুন্ধুমার লড়াই, কখন-কোথায় দেখবেন ম্যাচ?