বার্লিন: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। শুরু হয়ে যাচ্ছে ফুটবলের ইউরোপ সেরার যুদ্ধ - ইউরো কাপ (UEFA Euro Cup)। প্রথম দিনই নামছে আয়োজক দেশ তথা অন্যতম ফেভারিট জার্মানি। শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি স্কটল্যান্ড।


শেষ দুটি বড় টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়েছে জার্মানি। ২০২০ সালে ইউরো কাপে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার ইউরো কাপের আয়োজক দেশ জার্মানিই। ঘরের মাঠে সুদিন ফিরবে জার্মানির ফুটবলের?


জার্মানির বিরুদ্ধে হতশ্রী রেকর্ড স্কটল্যান্ডের। শেষ ১৩ সাক্ষাতে মাত্র একবারই জার্মানিকে হারিয়েছে তারা। সেই জয়ও এসেছিল ২৫ বছর আগে। ১৯৯৯ সালে। তবে জার্মানি গত কয়েকটি বড় টুর্নামেন্টে যেরকম পারফর্ম করেছে, তাতে স্কটিশরা অঘটনের স্বপ্ন দেখতেই পারেন। 


কাদের ম্যাচ?


ইউরো কাপের প্রথম ম্যাচে মুখোমুখি জার্মানি ও স্কটল্যান্ড


কবে খেলা?


ম্যাচটি হবে ১৫ জুন


কখন শুরু ম্যাচ?


ভারতীয় সময় শুক্রবার রাত ১২.৩০



কোথায় ম্যাচ?


জার্মানি বনাম স্কটল্যান্ড ম্যাচটি হবে মিউনিখের মিউনিখ ফুটবল এরেনায় (Munich Football Arena in Munich)


টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?


ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার                                 


অনলাইন স্ট্রিমিং


 




টিভির সামনে বসার সুযোগ না থাকলে হাতের স্মার্টফোনেও দেখতে পাবেন জার্মানি বনাম স্কটল্যান্ড ম্যাচ। সোনি লিভ মোবাইল অ্যাপে দেখা যাবে খেলা


ম্যাচের আগে জার্মান ডিফেন্ডার অ্যান্তোনিও রুদিগার (Antonio Rüdiger) বলেছেন, 'আমরা হ্যালো বলতে আসিনি। তবু আমরা ভদ্র থাকতে চাই মাঠে। আমরা অতীত টুর্নামেন্ট নিয়ে কথা বলতে চাই না। আমরা জানি কী হয়েছিল। আমাদের চড়াই উৎরাই গিয়েছে আর তাই মাটিতে পা রেখেই চলছি। প্রথম ম্যাচ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বাকি টুর্নামেন্টকেও আমরা সেবাবেই দেখছি।'


আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০-তে মমতার দাপটে জয়ী কলকাতা, পিয়ালি জেতালেন মালদাকে