কলকাতা: আর জি কর ইস্যুতে মুখ খুলেছিলেন সোশ্য়াল মিডিয়া, এবার অ্যাকাউন্টই উড়ে গেল ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তীর। ইস্টবেঙ্গলের জার্সিতে আইএসএলে খেলে থাকেন শৌভিক। জাতীয় দলের জার্সিতেও খেলেছে এই তারকা ডিভেন্ডার। এই মুহূর্তে গোটা দেশজুড়ে উত্তাল হয়েছে আর জি কর ইস্যুতে। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিশ্বব্যাপী সোচ্চার হয়েছে সবাই। সোশ্য়াল মিডিয়ায় বিনোদন থেকে ক্রীড়াজগতের মানুষরাও সরব হয়েছেন। সেই তালকায় ছিলেন শৌভিকও। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ৩২ বছর বয়সি এই ফুটবলার জানান, ''ঐতিহ্যের ডার্বি ম্যাচে খেলতে না পেরে খুবই দুঃখিত। আমরা যত ডার্বি খেলি বা দেখি না কেন, প্রতিটি খেলারই খেলার মানুষের কাছে আলাদা বিশেষত্ব থাকে। তবে আমি খুশি যে এই গুরুত্বপূর্ণ কারণে বাঙালি সমাজ এক হয়েছে। বাঙাল এবং ঘটি, দুই পক্ষই তাদের বোনের জন্য একসঙ্গে দাঁড়িয়েছে। আমরা চাই, একজন সন্তান হিসেবে যেন কোনো মায়ের কোল খালি না থাকুক। তাই ন্য়ায় না পাওয়া পর্যন্ত যত কঠিন বাধা আসুক না কেন, আমরা থামব না। #RGKar #Wewantjustice'' যদিও এরপরই শৌভিকের ফেসবুক অ্য়াকাউন্ট ডিলিট হয়ে যায়। শৌভিককে কি কোনও চাপ দেওয়া হয়েছে কি না, তা বোঝা যাচ্ছে না। কিন্তু মনে করা হচ্ছে কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে লাল হলুদের এই তারকা ফুটবলারের। 


এদিকে, আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল করা হয়েছে আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল
পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানাল ডুরান্ড কমিটি। ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকরা। 


আর এই পরিস্থিতিতে লাল-হলুদ ও সবুজ-মেরুন - দুই শিবিরের সমর্থকেরাই জোট বেঁধেছিলেন। 'উই ওয়ান্ট জাস্টিস', 'বিচার চাই' প্ল্যাকার্ড, ব্যানার, টিফো, পোস্টারে যুবভারতী ঢেকে দেওয়ার পরিকল্পনা ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের। প্রস্তুতিও সারা হয়ে গিয়েছিল। একদিন সব ভেদাভেদ ভুলে মানবিক হতে চেয়েছিলেন দুই ক্লাবের লক্ষ লক্ষ সমর্থক। অথচ ডার্বির আগের দিন ডুরান্ড কাপের আয়োজক কমিটি জানিয়ে দিল, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ পরিত্যক্ত। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে।


আরও পড়ুন: সেই একই বোলিং অ্যাকশন, সেই একই রান আপ, এ তো অবিকল বুমরা! কে এই ভাইরাল স্কুলছাত্রী?