কলকাতা: বহুদিন ধরেই জল্পনা ছিল, সেই জল্পনায় এবার সিলমোহর পড়ল। এ মরশুমের জন্য ষষ্ঠ বিদেশিকে সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল (East Bengal)। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) হয়ে গত মরশুমে লিগ শিল্ডজয়ী তারকা স্প্যানিয়ার্ড হেক্টর ইউস্তে (Hector Yuste) সই করলেন লাল হলুদ শিবিরে। প্রথম বিদেশি ফুটবলার হিসাবে আইএসএলে দুই প্রধানের হয়েই খেলতে চলেছেন বছর ৩৬-র ডিফেন্ডার।


স্পেনের কার্তাজেনায় জন্মগ্রহণ করা ইউস্তে ২০০৭ সালে কার্তাজেনার হয়ে নিজের অভিষেক ঘটান। তিনি অতীতে লা লিগায় খেলেছেন। উয়েফা ইউরোপা লিগ, উয়েফা কনফেরান্স লিগের মতো টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রতিদ্বন্দ্বিতা করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধেও। গত মরশুমে সবুজ মেরুনের হয়ে আইএসএলে আটটি ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছিলেন তিনি। করেছিলেন ১৭টা ব্লক, ৩৪টি ইন্টারসেপশন, ৮৬টি ক্লিয়ারেন্সও। একটি গোল করেন এবং একটি করানও। ইউস্তের সবথেকে বড় গুণ হল তাঁর বৈচিত্র। স্প্যানিশ তারকা কিন্তু ডিফেন্সের পাশাপাশি মিডফিল্ডেও খেলতে সক্ষম। ভারতের মাটিতে নিজের প্রথম মরশুমেই ডুরান্ড কাপ ও আইএসএল লিগ শিল্ড জিতেছিলেন তিনি।


 






নতুন ক্লাবে যোগ দিয়ে ইউস্তে বলেন, 'ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হতে পারায় আমি খুব খুশি। ক্লাবের উচ্ছ্বাস এবং উদ্যমই আমাকে আবার কলকাতায় ফিরতে বাধ্য করল। এত বড় যাদের সমর্থকগোষ্ঠী, সেই ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার জন্য বিশেষ অনুভূতির। আশা করছি আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারব এবং অনেক আনন্দের মুহূর্ত একসঙ্গে কাটাব। জয় ইস্টবেঙ্গল!'


ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে, আবার অতীতে বড় বড় ক্লাবের হয়েও খেলেছেন। তাই হেক্টর দলে সই করায় লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) কিন্তু খুবই খুশি। তিনি জানান, 'হেক্টরের একেবারে শীর্ষস্তরের ইউরোপিয়ান এবং এশিয়ান প্রতিযোগিতাগুলিতে খেলার অভিজ্ঞতা রয়েছে যা আমাদের দারুণ সাহায্য করবে। ও বড় বড় ম্য়াচ, ফাইনালের স্নায়ুর চাপ সামলাতে পারদর্শী। এটাই তো ওকে আরও মূল্যবান করে তোলে। ওর সুদীর্ঘ কেরিয়ারে অনেক চ্যাম্পিয়ন দলের হয়ে মাঠে নেমেছে ও। বছরের পর বছর মরশুমে তিন হাজারের অধিক মিনিট মাঠে খেলছে এবং প্রতিটি দলের হয়ে রক্ষণভাগকে নেতৃত্বও দিয়েছে। ভারতে অতীতে খেলার অভিজ্ঞতাও রয়েছে ওর। ফলে দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সবুজ-মেরুনেই থাকছেন গত আইএসএলের 'সেরা খেলোয়াড়', পেত্রাতসের চুক্তির পুনর্নবীকরণ করল মোহনবাগান