কলকাতা: ডুরান্ড কাপের (Durand Cup) পর ফের এক ডার্বি (ISL Derby) নিয়ে অনিশ্চয়তার মেঘ?
১১ জানুয়ারি যুবভারতীতে আইএসএলের ডার্বি ঘিরে জটিলতা। গঙ্গাসাগর মেলার কারণে ১১ জানুয়ারি যুবভারতীতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাবে না, বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর। আয়োজক মোহনবাগানকে এই মর্মে চিঠি বিধাননগর পুলিশ কমিশনারেটের।
বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার টার্গেট পশ্চিমবঙ্গ ? জোর কদমে চলছিল স্লিপার সেল তৈরির কাজ । মুর্শিদাবাদে মাদ্রাসার আড়ালে মগজধোলাই ? রাজ্য পুলিশের গোয়েন্দাদের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আর সেই আবহে গঙ্গাসাগর মেলার নিরাপত্তার দিকে বাড়তি নজর দিচ্ছে প্রশাসন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গঙ্গাসাগর মেলায় বাড়তি নজরদারির কথা জানিয়েছেন। জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে গঙ্গাসাগরে । বাবুঘাট ট্রানজিট পয়েন্ট হওয়ায় সেখানেও বাড়তি নজরদারি থাকবে । নিরাপত্তা জোরদার করতে বাড়তি পুলিশকর্মী মোতায়েন করা হবে রাজ্যের তরফে ।
আর সেই কারণেই ১১ জানুয়ারি যুবভারতী স্টেডিয়ামে আইএসএল ডার্বিতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে। এবারের ডার্বির আয়োজক মোহনবাগান । তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট ।
১১ জানুয়ারি ডার্বি না হলে সেই ম্যাচের ভবিষ্যৎ কী ? দুটো সম্ভাবনা উঠে আসছে । এক, ডার্বির দিন পরিবর্তন করা হতে পারে । সেক্ষেত্রে পিছিয়ে যেতে পারে আইএসএলের ফিরতি ডার্বি । আরেকটা সম্ভাবনাও রয়েছে । আর সেটা হল, যুবভারতী স্টেডিয়াম থেকে সরিয়ে ১১ জানুয়ারি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ অন্যত্র আয়োজনের সম্ভাবনা ।
আরও পড়ুন: অবাক আউট রোহিত! কেন বারবার ব্যর্থ হচ্ছেন? কারণ খুঁজে বার করলেন গাওস্কর
তবে ম্যাচের আয়োজক মোহনবাগান সূত্রে খবর, ডার্বি কলকাতাতেই আয়োজনের চেষ্টা করা হবে । সেক্ষেত্রে ম্যাচের দিন পরিবর্তন করার পথেই হয়তো হাঁটতে পারে মোহনবাগান । এফএসডিএলের সঙ্গে কথা বলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।
আরও পড়ুন: মাঠেই হার্ট অ্যাটাক হয়ে যেত স্টিভ স্মিথের! বক্সিং ডে টেস্টে সেঞ্চুরির পর কী বললেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।