কলকাতা: মুখিয়ে ছিলেন বাংলার হাজার হাজার ফুটবলপ্রেমী। রবিবার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে শুধুই একটি ফুটবল ম্যাচ ছিল না, ছিল হাজার হাজার মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের মঞ্চ। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের (East Bengal FC vs Mohun Bagan Super Giant) সমর্থকেরা সম্মিলিতভাবে ঠিক করেছিলেন যে, মাঠে গিয়ে ব্যানার, ফেস্টুন, টিফোর মাধ্যমে RG কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মর্মান্তিক ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ জানাবেন।
তবে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে ডুরান্ড কাপে (Durand Cup) রবিবাসরীয় ডার্বি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ডুরান্ড কাপের আয়োজক কমিটি জানিয়েছে, দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে।
কিন্তু যাঁরা ম্যাচের টিকিট কেটে ফেলেছিলেন? রোদ ও বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কেটেছিলেন? বা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁরা কি ম্যাচ ভেস্তে যাওয়ার পর টাকা ফেরত পাবেন?
ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করেছে ডুরান্ড কাপের আয়োজক কমিটি। জানিয়েছে, প্রত্যেকের টিকিটের দাম ফেরত দেওয়া হবে। এ ব্যাপারে ২ দিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।
যদিও ম্যাচ বাতিলের সিদ্ধান্তে হতাশ, ক্ষুব্ধ দুই দলেরই সমর্থকেরা। তাঁদের দাবি, আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার বিচার চেয়ে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে যে বার্তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, তা থামিয়ে দিয়ে আদপে সমর্থকদের ক্ষোভ আরও বাড়িয়ে তোলা হল। এর বিরুদ্ধে প্রতিবাদ চলতে থাকবে বলেও জানিয়েছেন লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থকেরা। যাঁরা বেনজিরভাবে এক হয়ে মাঠে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রবিবারের ডার্বিতে।
আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশে, এমনকী, দেশের বাইরেও। প্রতিবাদে ফেটে পড়ছে সব মহল। দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নেমে এসেছে আমজনতা। আর সেই পরিস্থিতিতে বাতিল করে দেওয়া হল চলতি ডুরান্ড কাপে (Durand Cup) গ্রুপ পর্বের কলকাতা ডার্বি। সল্ট লেক স্টেডিয়ামে যে ম্যাচে আর জি কর কাণ্ডের প্রতিবাদ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন দুই ক্লাবের সমর্থকেরা।
আরও পড়ুন: 'এই রাক্ষসদের জন্য আইন বদলানো উচিত', RG কর কাণ্ড নিয়ে সরব ঋদ্ধিমান সাহা