কলকাতা: ধর্ষকদের শুধু কড়া শাস্তি দিলেই হবে না, বদলে ফেলতে হবে আইন। যোগ করতে হবে আরও কঠোর ধারা। কারণ, অপরাধী মানুষ নয়, রাক্ষস!


সোশ্যাল মিডিয়ায় আর জি কর কাণ্ড নিয়ে এমনই কড়া প্রতিক্রিয়া দিলেন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। শুধু রাজ্য নয়, আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। এমনকী, দেশের বাইরেও জ্বলছে বিক্ষোভের আগুন। এ নিয়ে আগেই মুখ খুলেছেন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, সৌরভ গঙ্গোপাধ্যায়, জেমাইমা রড্রিগেজের মতো ক্রিকেটারেরা। এবার সরব হলেন ভারতীয় দলের হয়ে ৪০টি টেস্ট ম্যাচ খেলা উইকেটকিপার-ব্যাটার।


শনিবার সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধিমান লিখেছেন, 'কলকাতায় হওয়া ঘৃণ্য ঘটনায় আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বাবা হিসেবে আমি যন্ত্রণাবিদ্ধ। সেই সঙ্গে ভীষণ ক্ষুব্ধও। আমাদের বাচ্চাদের যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে নিজেদের কীভাবে মানুষ বলে পরিচয় দেব? এই সমাজের এখন জেগে ওঠার সময় হয়েছে। বিশ্বে আরও ভাল জায়গা দরকার মহিলাদের। মেয়েদের নিরাপত্তার অধিকার রয়েছে। ভয়-ভীতি সরিয়ে রেখে সহজ-সাবলীল ভাবে যাতে মেয়েরা ঘুরে বেড়াতে পারেন, সেদিকে নজর দিতে হবে।'


 






এরপরই ঋদ্ধিমান যোগ করেছেন, 'এই অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জি জানাচ্ছি প্রশাসনের কাছে। এমন একটা উদাহরণ তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করতে ভয় পায়। এই রাক্ষসগুলোর জন্য আইন পাল্টাতে হবে।' ঋদ্ধিমান আরও লিখেছেন, 'শুধু একজন ক্রিকেটার হিসাবে বা পরিচিত মুখ হিসাবে নয়, একজন বাবা হিসাবে ও একজন মানুষ হিসাবে এই পোস্টটি করছি। আসুন সকলে মিলে এমন একটি বিশ্ব তৈরি করি যেখানে আমাদের সন্তানেরা ভয়ডরহীনভাবে বাঁচতে পারে। '                             


আরও পড়ুন: বিয়ে ভাঙছে শাকিব আল হাসান ও শিশিরের? সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট ক্রিকেটারের স্ত্রীর?