কলকাতা: কার্যত সারারাত না ঘুমিয়ে মাঠে নেমে পড়েছিলেন তিনি। ভোররাতে শহরে পৌঁছে সকালেই ফুটবলারদের নিয়ে বৈঠকে বসে পড়েছিলেন ইস্টবেঙ্গলের নবনিযুক্ত কোচ অস্কার ব্রুজ়ো।
কিন্তু লাল হলুদ কোচের দিনটি ভাল কাটল না। কলকাতায় পৌঁছেই মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ডার্বি হারের তিক্ত অভিজ্ঞতা হল অস্কার ব্রুজ়োর। এবং দলের যা পারফরম্যান্স, এত ছন্নছাড়া ফুটবল খেলল ইস্টবেঙ্গল যে, এরপর না অস্কারকে একের পর এক বিনিদ্র রজনী কাটাতে হয়!
তবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে পরাজয়ের পর ব্রুজ়ো মেনে নিলেন, যোগ্য দল হিসাবেই জিতেছে সবুজ-মেরুন শিবির। সেই সঙ্গে রাতারাতি ম্যাজিক সম্ভব নয়, ভক্ত, সমর্থকদের কাছে স্পষ্ট বার্তা দিলেন লাল-হলুদের নতুন হেড স্যর।
শনিবার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজয়ের পর সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজ়ো বললেন, 'মোহনবাগান আমাদের থেকে ভাল দল। যোগ্য হিসাবেই জিতেছে ওরা। মোহনবাগান মাঝমাঠ দখলে রেখেছিল। অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে। সুযোগও তৈরি করেছে। যোগ্য দল হিসেবেই ম্যাচ জিতেছে মোহনবাগান।'
আত্ম বিশ্লেষণেও বসে গিয়েছেন ব্রুজো। বলছেন, 'আমরা মাঝমাঠে প্রচুর ভুল করেছি। ম্যাচের একেবারে শেষ দশ মিনিট ভাল খেলেছি ঠিকই, কিন্তু এখনও অনেক উন্নতি করতে হবে ছেলেদের। দলটাকে ছন্দে আনতে হবে, এক সূত্রে বাঁধতে হবে। মাঠে ফুটবলারদের মধ্যে দূরত্ব বাড়তে দেওয়া যাবে না। আশা করি সামনের ওড়িশা ম্যাচে ভুল শুধরে পয়েন্ট পাব। রাতারাতি ম্যাজিক হয় না। এক দিনের মধ্যে দলের খোলনলচে বদলে দেব, এটা হয় না।'
মোলিনা অবশ্য ডার্বি জিতে উচ্ছ্বাসে গা ভাসাচ্ছেন না। বরং তিনি খুশি দলের ডিফেন্স নিয়ে। মোহনবাগান কোচ কৃতিত্ব দিলেন গোটা দলকেই। ম্যাচের পর মোলিনা বললেন, 'দলের খেলায় খুবই খুশি। সবাই খুব ভাল খেলেছে। আগের ম্যাচের মতো এই ম্যাচেও আধিপত্য দেখাতে পেরেছি। রক্ষণভাগও খুব ভাল খেলেছে। আমরা যেমন আক্রমণও ভাল করছি, রক্ষণভাগও সেভাবেই জমাট দেখাচ্ছে।'
আরও পড়ুন: জোড়া গোলে ইস্টবেঙ্গলের মশাল নিভিয়ে যুবভারতীতে অকাল দীপাবলী সবুজ-মেরুন শিবিরে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।